বাঁহাতি স্পিনার নাসুমও বাংলাদেশের ওয়ানডে দলে
Published: 19th, October 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরও একজন বাড়তি স্পিনার নিয়েছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নিয়েছেন নির্বাচকেরা। তাতে সিরিজের বাংলাদেশ দল এখন ১৭ জনের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিখাদ স্পিন ট্র্যাকে গতকাল প্রথম ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ২০৭ রানের পুঁজি নিয়েও মেহেদী হাসান মিরাজের দল জিতেছে ৭৪ রানে। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন নিয়েছেন ৬ উইকেট। অন্য দুই স্পিনার তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবিতে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি নাইম সরকার এ অভিযোগ করেন।
আরো পড়ুন:
অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রের শাস্তি প্রত্যাহার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাফিজুল-হীরা
তিনি বলেন, “আমরা শাকসু চাই। তবে বর্তমানে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সমান সুযোগ নিশ্চিত করে সেমিস্টার ফাইনালের পর শাকসুর কার্যক্রম শুরু করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারবে।”
তিনি আরো বলেন, “প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, আবাসিক হলে সিট বরাদ্দে অনিয়ম, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।”
এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করে। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে— সেমিস্টার ফাইনালের পর শাকসুর কার্যক্রম শুরু করা; ক্যাম্পাসের সব অংশীজনের ঐক্যের ভিত্তিতে ‘স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ–২০২৫’ প্রণয়ন; হল সিট বরাদ্দে কোটার প্রক্রিয়া ও প্রশাসনিক নীতিমালা স্বচ্ছ ও সবার জন্য সমান করা; সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
বাকি প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণকে অগ্রাধিকার দেওয়া; প্রশাসন ও শিক্ষক সমাজকে রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত রাখা; ৫ আগস্ট পরবর্তী ছাত্রদলের উত্থাপিত সব দাবি দ্রুত বাস্তবায়ন করা।
ছাত্রদল নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন হলেই শাবিপ্রবিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হবে।
ঢাকা/ইকবাল/মেহেদী