২৭৮ স্ট্রাইক রেটে রিশাদের তাণ্ডব, হয়ে গেল রেকর্ডও
Published: 21st, October 2025 GMT
স্পিনের স্বর্গে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন হাঁসফাঁস করছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে রান তোলা হয়ে উঠেছিল দুঃসাধ্য কাজ। ঠিক তখনই এলেন রিশাদ। চার-ছক্কার ঝড় তুললেন, দলের রানটা দুই শ ছাড়িয়ে দিলেন।
বল হাতে আগের ম্যাচেই ৬ উইকেট নিয়ে জিতিয়েছিলেন বাংলাদেশকে। সেই ম্যাচেও তাঁর ব্যাট থেকে ১৩ বলে এসেছিল ২৬ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন। মাত্র ১৪ বলে করলেন ৩৯ রান।
লেগ স্পিনে এখন দলের ভরসা রিশাদ। তবে আজ তাঁর ব্যাটই যেন কথা বলেছে সবচেয়ে জোরে। ছক্কা মারার হাতে যে বাড়তি জোর আছে, তা আগেই জানা ছিল। কিন্তু আজ তা যেন নতুন এক উচ্চতা ছুঁয়ে গেল। স্ট্রাইক রেট? অবিশ্বাস্য—২৭৮.
গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে করেছিলেন ৪৮ রান। ওই ম্যাচে স্ট্রাইক রেট ছিল ২৬৬.৬৬। সেটিকেও ছাড়িয়ে গেলেন এবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও কখনো এত স্ট্রাইক রেটে ব্যাট করেননি রিশাদ।
ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের অন্তত ২৫ রানের ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে আর কেউ ব্যাট করতে পারেননি। এর আগের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে করেছিলেন ১৬ বলে ৪৪ রান।আরও পড়ুনদ্বিতীয় ওয়ানডে: তৃতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন নাসুম৪ ঘণ্টা আগে১৪ বলে ৩টি করে ছক্কা ও চারে অপরাজিত ৩৯ রান করেছেন রিশাদ হোসেন
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমাকে একবার খেতে ডাকতে পারত
আগের পর্বআরও পড়ুনএ কেমন জ্যাকেট০৭ ডিসেম্বর ২০২৫