২ ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬৫ ধাপ এগোলেন রিশাদ
Published: 22nd, October 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে ৬৬তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। ২ ম্যাচে ১৯ ওভার বোলিং করে ৯ উইকেট নেওয়া রিশাদ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেশিকারিও।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে বোলিংয়ে মিরাজই বাংলাদেশের শীর্ষ বোলার। যদিও সিরিজে দুই ম্যাচে বোলিং করে ১ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে ৭১তম। সিরিজে ১ ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন নাসুম।
নাসুম আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট ন
এছাড়াও পড়ুন:
আগামী শুক্র-শনিবার চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে শুক্র ও শনিবার শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দল তাদের নিজ নিজ অফিসে উপস্থিত থেকে কার্যক্রম চালাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই আদেশ জারি করেছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কুরিয়ার সার্ভিস এবং আমদানি অংশে ব্যাপক ক্ষতি হওয়ায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।