উইকেট, অধিনায়ক, ব্যাটিং পরিকল্পনা—সবই প্রশ্নের মুখে
Published: 23rd, October 2025 GMT
কালো মাটির উইকেট, দ্বিতীয় ওয়ানডের সুপার ওভার, মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সামনে আসছে একটার পর একটা বিতর্ক। এসবের কারণ হিসেবে জাতীয় দলের সাবেক চার অধিনায়কের দৃষ্টিতে ধরা পড়েছে চিন্তার ঘাটতি আর ভুল সিদ্ধান্ত—
চাই ভারসাম্যপূর্ণ উইকেটরকিবুল হাসান, জাতীয় দলের সাবেক অধিনায়ক
সব দলই ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট তৈরি করে। কিন্তু এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উইকেটে বল শুরু থেকেই অনেক বেশি টার্ন করেছে। আমি যখন দেশের বাইরে খেলতে যাব, তখন কি এ রকম উইকেট পাব? নিশ্চয়ই পাব না।
বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, শিক্ষার্থীরা পাচ্ছে দুইভাবে
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। বেলা ২টার দিকে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।
ডিজিটাল লটারির ভর্তির ফল ওয়েবসাইট এবং যে কোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরেও ফল পাওয়া যাবে। কয়েক মুহূর্তের মধ্যেই বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনস্কুলে ভর্তিতে লটারি আজ, ফল দেখবেন যেভাবে৮ ঘণ্টা আগেঅনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বড় স্ক্রিন বসানো হয়েছিল। ফলাফল প্রকাশের কার্যক্রমের সময় স্ক্রিনে একের পর এক স্কুলের নাম, আবেদনকারীদের আইডি ভেসে উঠে। তাতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। স্কুলে ভর্তির ডিজিটাল লটারি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
স্ক্রিনে একের পর এক স্কুলের নাম, আবেদনকারীদের আইডি ভেসে উঠছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫