সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Published: 23rd, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে জালকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকার খোরশেদ মিয়ার জামাতা।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোসলেম উদ্দিনকে আটক করা হয়।
তিনি আরও জানান, তল্লাশির সময় মোসলেম উদ্দিনের লুঙ্গির ডান কোচ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
‘নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব’
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মূল ক্যাম্পাস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ফ্রেমিং দ্য ফিউচার: মাল্টিসেক্টরাল ইকোনমিক রিফর্মস ফর আ নিউ বাংলাদেশ’। সকাল সাড়ে ৯টায় অতিথিদের আগমন ও আয়োজকদের স্বাগত জানানোর মধ্য দিয়ে এর উদ্বোধনী পর্ব শুরু হয়। আয়োজকেরা জানান, উদ্ভাবন, নীতি সংস্কার, প্রযুক্তি ও মানবসম্পদের সমন্বয়ই ভবিষ্যতের বাংলাদেশের অর্থনৈতিক স্থিতি ও প্রতিযোগিতা সক্ষমতা নির্ধারণ করবে। এ সম্পর্কে জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন এ আয়োজনের আহ্বায়ক তাসমীম চৌধুরী। পরে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাহিদ আখতার জাহান। তিনি বলেন, ‘কৌশলগত নীতি সংস্কার ছাড়া অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়া সম্ভব নয়।’
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সিএইচটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক বাংলাদেশের টিম লিড শাইং শাইং ইউ নিনি ও ব্যাংক এশিয়া পিএলসির আগ্রাবাদ শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বোরহান উদ্দিন খন্দকার। এতে বক্তারা আঞ্চলিক উন্নয়ন, বেসরকারি খাতের উদ্ভাবন ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা শিক্ষাবিদ মু. সিকান্দার খান