সিরিজ জয়ের পর মিরাজ বললেন ‘মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন’
Published: 23rd, October 2025 GMT
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের নেতৃত্ব পান মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হওয়ার পর তাঁর জন্য সময়টা সুখকর যায়নি একদমই। ১৩ ম্যাচে পেয়েছেন মাত্র ৩ জয়। ভারপ্রাপ্ত আর পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ তো জিতলেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই। এর আগে ভারপ্রাপ্ত ও মূল অধিনায়ক হিসেবে টানা চারটি ওয়ানডে সিরিজ হেরেছেন মিরাজ।
অধিনায়ক হিসেবে কঠিন সময় পার করা মিরাজের অনেক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে। সেসব আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর মিরপুরে তাঁর সংবাদ সম্মেলনেও এসেছিল। খুব বেশি দিন হয়নি অধিনায়কত্ব নিয়েছেন, শুরুতে সেটিই মনে করিয়ে দিয়েছেন তিনি।
মিরাজ এরপর সময়ের সঙ্গে উন্নতির প্রতিশ্রুতিই দিলেন, ‘প্রথম দিকে আমি যখন অধিনায়কত্ব করেছি, তখন অনেক কঠিন ছিল। যত আমি নেতৃত্ব দেব, তত আস্তে আস্তে অনেক কিছুর উন্নতি হবে। আমাদের বাংলাদেশের যাঁরা কিংবদন্তি খেলোয়াড় ছিলেন, যাঁরা অনেক দিন অধিনায়কত্ব করেছেন, তাঁরা আমাকে অনেক সাহায্য করছেন। সত্যি কথা বলতে তাঁরা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছেন, বিশেষ করে যাঁরা বাংলাদেশের সফলতম অধিনায়ক।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ক স
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় তরুণীকে ঘুরতে নিয়ে ধর্ষণ, থানায় মামলা
ফতুল্লায় ঘুরতে নিয়ে এক তরুণী (১৮)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নির্যাতিত ঐ তরুনী বাদী হয়ে ধর্ষনের ও ধর্ষন করার কাজে সহোযোগিতা করার অভিযোগ এনে দুই নারী সহ তিন জনের বিরুদ্ধে সোমবার (৮ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলার আসামীরা হলো ফতুল্লা মডেল থানার শান্তিধারা এলাকার আনোয়ার মেম্বারের ভাড়াটিয়া মৃত চান মিয়ার পুত্র হাসান শরীফ(৪০), একই থানার দাপা ইদ্রাকপুর এলাকার শরিদুল ইসলামের মেয়ে রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার(২৫) ও বিন্দু (৩০)।
মামলায় উল্লেখ্য করা হয়, ফতুল্লা থানা তল্লা প্রাইমারী স্কুলের সামনে "রোজা বিউটি পার্লার" নামের প্রতিষ্ঠানে প্রশিক্ষন নিচ্ছে ধর্ষণের শিকার হওয়া তরুণী। গত কয়েক মাস পূর্বে মামলার আসামী রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার ঐ পার্লারে ৩দিনের প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করে। সেখানে ওই তরুণীর সাথে পরিচয় হয় রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তারের।
পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হতো। এক পর্যায়ে তরুণীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার। তরুণী সম্মতি প্রকাশ করলে চলতি মাসের ৪ তারিখ রাত ১০ টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড থেকে পূর্ব পরিকল্পনানুযায়ী প্রাইভেট কারে করে মাওয়া বেড়াতে যায় তারা। মাওয়া ঘাট সহ বিভিন্ন স্থানে ঘুরেফিরে তারা বুধবার ভোর সকাল ৬ টার দিকে ভুইগড় শান্তিধারাস্থ মামলার প্রধান আসামী ধর্ষক হাসান শরিফের বসবাসরত ভাড়াটিয়া বাসায় আসে। সেখানে মামলার অপর দুই আসামী রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার ও বিন্দু তরুণীকে জোড়পূর্বক হাসান শরীফের বেড রুমে দিয়ে তারা অন্য রুমে চলে যায়। পরবর্তীতে হাসান শরীফ তরুণীকে জোড়পূর্বক ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দন চন্দ্র সরকার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে চেস্টা করেছে পুলিশ।