মান্ধানার বাবার পর বর পলাশও হাসপাতালে
Published: 24th, November 2025 GMT
মেয়ের বিয়ের দিন অসুস্থ হয়ে ভারত নারী ক্রিকেট দলের ব্যাটার স্মৃতি মান্ধানার বাবা এখন হাসপাতালে। এর মধ্যেই এবার হাসপাতালে ভর্তি হয়েছে বর পলাশ মণ্ডলকে। এরই মধ্যে স্মৃতি ও পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে পলাশকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সমস্যাটি গুরুতর ছিল না। চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতাল থেকে হোটেলে ফিরে গেছেন।
এর আগে গতকাল মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি ও পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। তাঁকে দ্রুত সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়।
আজ পলাশকে হাসপাতালে ভর্তির বিষয়ে তাঁর মা অমিতা হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘পলাশ স্মৃতির বাবার খুব ঘনিষ্ঠ। এমনকি স্মৃতির চেয়েও স্মৃতির বাবার সঙ্গে পলাশের বন্ধুত্ব বেশি। তিনি অসুস্থ হয়ে পড়ার পর পলাশই প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধের কথা বলেছিল।’
ছেলের অসুস্থার বিষয়ে তিনি বলেন, ‘হলুদ অনুষ্ঠান হয়ে যাওয়ায় আমরা পলাশকে বের হতে দিইনি। সে খুব কেঁদেছে। একপর্যায়ে ওর শরীরের অবস্থা খারাপের দিকে চলে যায়। হাসপাতালে ওকে চার ঘণ্টা রাখা হয়েছিল। ইসিজি আর কিছু পরীক্ষা করানো হয়েছে। সবকিছু এখন স্বাভাবিক। তবে দুশ্চিন্তা করছে।’
এ দিকে স্মৃতি মান্ধানার পারিবারিক চিকিৎসক ডা.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ-ট্যাঙ্কার আটক
ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্যের একটি পেট্রোল জাহাজ। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যের টহল জাহাজ এইচএমএস সেভার্ন গত দুই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় রাশিয়ান কর্ভেট আরএফএন স্টোইকি এবং ট্যাঙ্কার ইয়েলনিয়াকে আটক করেছে ও ঘনিষ্ঠ নজরদারি চালিয়েছে। পরে ওই নজরদারির দায়িত্ব হস্তান্তর করা হয় ন্যাটোর আরেক সদস্য দেশের কাছে, ব্রিটনির উপকূলে।
আরো পড়ুন:
ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
রাশিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা
বিবৃতিতে আরো বলা হয়, গত দুই বছরে যুক্তরাজ্যের জলসীমার চারপাশে রুশ নৌ তৎপরতা ৩০ শতাংশ বেড়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা আরো মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের উপকূলে টহলরত জাহাজ ছাড়াও, ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটেন আইসল্যান্ডে তিনটি পোসাইডন নজরদারি বিমান মোতায়েন করেছে, যাতে উত্তর আটলান্টিক ও আর্কটিক রুটে রুশ নৌবাহিনীর গতিবিধি রিয়েল টাইমে ধরা যায়।
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্টার স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমানগুলোর পাইলটদের দিকে লেজার মেরে চেক করছিল।
ব্রিটেন ইয়ান্টারের এই কর্মকাণ্ডকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে যে, ব্রিটেন তার ভূখণ্ডে যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত।
রাশিয়ার লন্ডনের দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে ‘সামরিক উত্তেজনা ছড়ানোর’ অভিযোগ করেছে এবং বলেছে, মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার।
ব্রিটিশ সরকারের নতুন বাজেট প্রকাশের এক সপ্তাহ আগে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে হিলি এই সতর্কতা জারি করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের হুমকির কারণে সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি ও ব্যয় কমানোসহ কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
ঢাকা/ফিরোজ