গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
Published: 24th, October 2025 GMT
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিল আহম্মেদ ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের কামলে শেখের ছেলে।
বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, সাকিল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/বাদল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
পুরান ঢাকায় ছুরিকাঘাতে কারখানার শ্রমিক হত্যায় যুবকের স্বীকারোক্তি
রাজধানীর লালবাগে কারখানার শ্রমিক মো. হোসেনকে (২৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মো. আবির নামের এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মনোমালিন্যের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন।
ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, আসামি আবিরকে আদালতে হাজির করে পুলিশ। আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় লালবাগ থানার উপপরিদর্শক মো. নাজমুজ্জামান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে আবিরের সঙ্গে নিহত হোসেনের বন্ধু নীরবের কথা–কাটাকাটি হয়। এ সময় হোসেন তাঁর বন্ধুর পক্ষ নিলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও আবির তা মেনে নেননি।
এর জেরে মঙ্গলবার বিকেলে হোসেন কারখানা থেকে বাড়ি ফেরার পথে লালবাগের শহিদনগর এলাকায় একটি দোকানের সামনে আবির পেছন থেকে তাঁর পিঠে ছুরি মারেন। খবর পেয়ে স্বজনেরা হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন সেখানে ভাড়া থাকতেন এবং একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।