এক বছরে সত্য নাদেলার আয় বেড়েছে ২১২ কোটি টাকা, কীভাবে
Published: 24th, October 2025 GMT
প্রতিবছরই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বেতনসহ বিভিন্ন সুবিধার পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। এ ক্ষেত্রে সচরাচর মূল বেতনের ১০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধির সঙ্গে আমরা পরিচিত। তবে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলার এক বছরে আয় বাড়ার খবর শুনে চমকে যেতেই হবে। ২০২৫ অর্থবছরে গত বছরের তুলনায় সত্য নাদেলার আয় বেড়েছে ১ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার বা ২১২ কোটি ২৮ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে)।
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাইক্রোসফট থেকে বেতন, বোনাস, শেয়ারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকেন সত্য নাদেলা। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন পণ্য ও সেবা উন্মুক্ত করায় মাইক্রোসফটের শেয়ারের মূল্য ২৩ শতাংশ বেড়েছে। শেয়ারের দাম বাড়ায় সত্য নাদেলার আয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০২৫ অর্থবছরে মাইক্রোসফটের কাছে থেকে সত্য নাদেলা মোট আয় করেছেন ৯ কোটি ৬৫ লাখ ডলার, যা আগের বছর ছিল ৭ কোটি ৯১ লাখ ডলার। ফলে এক বছরে সত্য নাদেলার আয় বেড়েছে ২২ শতাংশের বেশি।
মাইক্রোসফটের তথ্যমতে, ২০২৫ অর্থবছরে সত্য নাদেলার আয়ের ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি শেয়ার ও ৯৫ লাখ ডলারের বেশি নগদ প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে। সত্য নাদেলার বেতন বৃদ্ধি মূলত মাইক্রোসফটের শেয়ারের সাফল্যের সঙ্গে যুক্ত। গত তিন বছরে মাইক্রোসফটের শেয়ারের দাম দ্বিগুণ হয়েছে।
আরও পড়ুনকয়েক মিনিটেই ঘণ্টাব্যাপী দীর্ঘ পডকাস্ট যেভাবে শোনেন সত্য নাদেলা২১ মে ২০২৫ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করা সত্য নাদেলা মণিপাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৮৮ সালে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞানে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার আগে সত্য নাদেলা সান মাইক্রোসিস্টেমসে কাজ করতেন।
সূত্র: সিএনবিসি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আয় ব ড়
এছাড়াও পড়ুন:
মেট্রোরেলে চাকরি, মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ প্রকাশ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ট্রেন অপারেটর পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০ জন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুননর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭ ১২ ঘণ্টা আগেপদের নাম: ট্রেন অপারেটর
পরীক্ষার নাম: মনস্তাত্ত্বিক পরীক্ষা
পরীক্ষার তারিখ ও সময়: ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫; সকাল ১০টা
কেন্দ্র: কনফারেন্স হল (দ্বিতীয় তলা), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।
নির্দেশনা
প্রার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত হবেন। প্রার্থী তাঁর নিজ প্রবেশপত্রের একটি ফটোকপি মনস্তাত্ত্বিক পরীক্ষার ভেন্যুতে জমা দেবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ট্রেন অপারেটর পদের মৌখিক পরীক্ষা গত ১৯ ও ২০ নভেম্বর এবং ২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।