উৎপাদন বাড়াতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময়ে ইলিশ কেনা-বেচা, পরিবহন ও সংরক্ষণ করাও নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চারজনকে আটক করেছে পুলিশ।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.

ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ১০ হাজার টাকা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেছেন, শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকা হয়ে ফিরছিলেন চার ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কেনায় তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওসি জানান, কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করে তা টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকায় নদীর পাড়ে বিক্রি করছিল। তাদের ঠেকাতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ইলিশ ক্রেতা নিরঞ্জন, সিরাজ, ইকবাল ও রাকিবকে আটক করা হয়। 

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় চারজনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

ঢাকা/রতন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিরাঙ্গায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন কিশোর; অন্যজন হলেন রনি বিকাশ ত্রিপুরা (৩২)। এ ঘটনায় জড়িত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) নামের দুজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা করেছেন।

দলবদ্ধ ধর্ষণের ঘটনায় হওয়া মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী গত সোমবার উপজেলার একটি ইউনিয়নে বেড়াতে এসেছিল। ওই রাতে কিশোরী স্থানীয় একটি মন্দিরে শ্যামাপূজা দেখতে যায়। এক পর্যায়ে আসামিরা কিশোরীকে আরেকটি মন্দিরে পূজা দেখতে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে তাঁরা কিশোরীকে কৌশলে একটি বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। সেখান থেকে রাত একটার দিকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিস ডাকা হয়। পরে সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরা উপস্থিত হন। ওই দুজনকে আটক করে মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বাগেরহাটে গরুচোর সন্দেহে পিটুনিতে নিহত ১, আহত ৩
  • খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার