হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুইদিন আগে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। শুধু তাই নয়, এবার জরিমানাও গুনতে হলো। একমাত্র সেই টেস্টে স্লো ওভার রেটের কারণে আফগানিস্তান ক্রিকেট দলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানান, আফগানিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার পিছিয়ে ছিল। সময় বাড়ানোর সুযোগ হিসাবেও যে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যেও তারা ঘাটতি ওভার পূরণ করতে পারেনি।

আরো পড়ুন:

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

বাংলাদেশ সফরে রহস্যময় অসুস্থতার কথা জানালেন তিলক

আইসিসির আচরণবিধির ধারা ২.

২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা আরোপ করা হয়। এই হিসেবে আফগানিস্তানের মোট জরিমানা দাঁড়ায় ২৫ শতাংশ।

মাঠের আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার ফস্টার মুতিজওয়া এবং চতুর্থ আম্পায়ার পারসিভাল সিজারা এই অভিযোগ উত্থাপন করেন। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি অভিযোগ স্বীকার করে জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শুধু জরিমানাই নয়, ম্যাচটিও আফগানদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। ১২ বছর পর নিজেদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। আর আফগানিস্তান হারে ইনিংস ও ৭৩ রানে।

প্রথম ইনিংসে আফগানিস্তান মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স একাই নেন পাঁচ উইকেট। জবাবে জিম্বাবুয়ে তোলে ৩৫৯ রান। যেখানে আফগান বোলার জিয়াউর রহমানের দুর্দান্ত সাত উইকেটও বৃথা যায়। ২৩২ রানের ব্যবধানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে আফগানরা আবারও ধসে পড়ে। এবার তারা ৪৩ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়। এই ইনিংসে এবার বিধ্বংসী ছিলেন রিচার্ড এনগ্রাভা। তিনি ৩৭ রানে ৫টি ও ব্লেসিং মুজারাবানি ৪৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস ধ্বসিয়ে দেন। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী

নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’ 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’ 

তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’

লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। 

এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/লিটন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ