মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে খাদে গরুবোঝাই ভটভটি, দুই ব্যবসায়ী নিহত
Published: 25th, October 2025 GMT
নওগাঁর ধামুইরহাটে গরুবোঝাই ভটভটি (ইঞ্জিনচালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়কের তালঝাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভটভটির চালক আড়ানগর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান মওলা (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ও গরুর ব্যবসায়ী মোহাম্মদ ভুট্টু (৪০)। আহত ব্যক্তিরা হলেন গরুর ব্যবসায়ী আড়ানগর গ্রামের বাসিন্দা জিহাদ (২৫), ফতেপুরের জাইদুল ইসলাম (৫৫), নাজিম উদ্দিন (৭০) ও মোটরসাইকেলের চালক দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা সেলিম রেজা (২৫)। তাঁদের মধ্যে সেলিম রেজা ও নাজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে ওই ভটভটিতে করে জয়পুরহাটের গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে তালঝাড়ি এলাকার ডবল ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে ভটভটি ও মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভটভটির চালক মাসুদুর রহমান ও ব্যবসায়ী মোহাম্মদ ভুট্টু মারা যান। খবর পেয়ে ধামুইরহাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ধ ম ইরহ ট ব যবস য় ই ভটভট উপজ ল
এছাড়াও পড়ুন:
নওগাঁয় গরুবাহী ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত
নওগাঁর ধামইরহাটে গরুবহনকারী ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার বিহারীনগর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু মিয়া (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূরে আলম মওলা (৩০)
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টু ও মওলা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় জোড়া ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
ঢাকা/সাজু/এস