মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
Published: 11th, December 2025 GMT
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ত্রাণকর্মী ওয়ে হুন অং এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওয়ে হুন অং আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘সেখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি। হামলায় ৬৮ জন আহত হয়েছেন, যা বাড়তে পারে।’
বুধবার রাতে কমপক্ষে ২০টি মরদেহ হাসপাতালের বাইরে পড়ে থাকতে দেখা গেছে। ভোরে দেখা যায় বিস্ফোরণে হাসপাতালের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় স্থানীয় কাঠমিস্ত্রি মাউং বু চে-এর স্ত্রী, পুত্রবধূ ও তাঁর বাবা নিহত হয়েছেন।
মাউং বু চে বলেন, ‘আমার গ্রাম থেকে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। রাতে আমি কল্পনাও করতে পারিনি বোমাগুলো কোথায় আঘাত হেনেছে। এরপর একজন আমাকে জানাল, তারা ধ্বংস হয়ে যাওয়া ভবনে আছে। তখন বুঝতে পারলাম তারা বেঁচে নেই। আমার কিছু বলার নেই। আমি ভীষণ ক্ষুব্ধ।’
২০২১ সালে নোবেলজয়ী অং সান সু চির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দেশটি সংঘাত-সংঘর্ষে বিপর্যস্ত।
ম্রাউক-উ এলাকাটি রাখাইনের উত্তরে অবস্থিত। গত বছর থেকে এটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে তীব্র অনাহারের মুখোমুখি হবে ১ কোটি ২০ লাখ মানুষ
ক্রমবর্ধমান সহিংসতার কারণে আরো বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ায় মিয়ানমারে আগামী বছর ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তীব্র অনাহারের মুখোমুখি হবে। বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ জরুরি পর্যায়ের ক্ষুধার মুখোমুখি হবে, যার অর্থ তাদের জীবন রক্ষাকারী সহায়তার প্রয়োজন হবে।
মিয়ানমারে সংস্থার কান্ট্রি ডিরেক্টর মাইকেল ডানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, “সংঘাত ও বঞ্চনা মানুষের বেঁচে থাকার মৌলিক উপায় কেড়ে নেওয়ার জন্য একত্রিত হচ্ছে, তবুও বিশ্ব মনোযোগ দিচ্ছে না। এটি গ্রহের সবচেয়ে খারাপ ক্ষুধা সংকটগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে কম তহবিলপ্রাপ্তদের মধ্যে একটি।”
মিয়ানমারের শাসক জান্তার একজন মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বিক্ষোভ দমন করার পর থেকে মিয়ানমার সংকটে রয়েছে। জান্তাকে হটাতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে।
বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে তীব্র অপুষ্টিতে ভোগা চার লাখেরও বেশি শিশু ও মা সাধারণ ভাত বা ডাল খেয়ে বেঁচে আছে।
রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী এর আগে খাদ্য-নিরাপত্তা গবেষকদের আটক করেছে এবং ত্রাণকর্মীদের লাখ লাখ মানুষ অনাহারে থাকার তথ্য প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছে।
ঢাকা/শাহেদ