Risingbd:
2025-12-11@16:10:16 GMT

৭ পুলিশ সুপারকে বদলি

Published: 11th, December 2025 GMT

৭ পুলিশ সুপারকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন: পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, যিনি নতুনভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্ব নেবেন। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোছা.

লিজা বেগম, যিনি ডিএমপিতে পদায়ন পাচ্ছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, নতুনভাবে ডিএমপিতে স্থানান্তরিত হবেন। এসবির পুলিশ সুপার মো. মাহমুদুল কবীরও ডিএমপিতে বদলি হয়েছেন। এসবির পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ডিএমপিতে দায়িত্বভার গ্রহণ করবেন। এপিবিএনের পুলিশ সুপার খালেদা বেগম নতুনভাবে ডিএমপিতে পদায়ন পেয়েছেন। তিন নম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামানকে চট্টগ্রামের সিটি মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

ঢাকা/এএএম//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এমপ ত

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে তীব্র অনাহারের মুখোমুখি হবে ১ কোটি ২০ লাখ মানুষ

ক্রমবর্ধমান সহিংসতার কারণে আরো বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ায় মিয়ানমারে আগামী বছর ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তীব্র অনাহারের মুখোমুখি হবে। বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ জরুরি পর্যায়ের ক্ষুধার মুখোমুখি হবে, যার অর্থ তাদের জীবন রক্ষাকারী সহায়তার প্রয়োজন হবে।

মিয়ানমারে সংস্থার কান্ট্রি ডিরেক্টর মাইকেল ডানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, “সংঘাত ও বঞ্চনা মানুষের বেঁচে থাকার মৌলিক উপায় কেড়ে নেওয়ার জন্য একত্রিত হচ্ছে, তবুও বিশ্ব মনোযোগ দিচ্ছে না। এটি গ্রহের সবচেয়ে খারাপ ক্ষুধা সংকটগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে কম তহবিলপ্রাপ্তদের মধ্যে একটি।”

মিয়ানমারের শাসক জান্তার একজন মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বিক্ষোভ দমন করার পর থেকে মিয়ানমার সংকটে রয়েছে। জান্তাকে হটাতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে।

বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে তীব্র অপুষ্টিতে ভোগা চার লাখেরও বেশি শিশু ও মা সাধারণ ভাত বা ডাল খেয়ে বেঁচে আছে।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী এর আগে খাদ্য-নিরাপত্তা গবেষকদের আটক করেছে এবং ত্রাণকর্মীদের লাখ লাখ মানুষ অনাহারে থাকার তথ্য প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ