আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কমলা হ্যারিস
Published: 25th, October 2025 GMT
সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, তিনি আবারো হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
যুক্তরাজ্যে তার প্রথম সাক্ষাৎকারে হ্যারিস জানিয়েছেন, তিনি ‘সম্ভবত’ একদিন প্রেসিডেন্ট হবেন এবং ভবিষ্যতে হোয়াইট হাউসে একজন নারী থাকবেন বলে তিনি আত্মবিশ্বাসী।
গত বছর ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হ্যারিস। সম্প্রতি মার্কিন কিছু জরিপে জানানো হয়েছে, ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হতে পারবেন না হ্যরিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস ওই জরিপ প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করেছেন।
সাক্ষাৎকারে হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অত্যাচারী’ বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে প্রচারণার সময় তার সম্পর্কে তিনি যে সতর্কবাণী দিয়েছিলেন তা সঠিক প্রমাণিত হয়েছে।
বিবিসির সাক্ষাৎকারে হ্যারিস হোয়াইট হাউসে আবারো প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রকাশ করে বলেছেন, তার নাতনিরা ‘তাদের জীবদ্দশায়, অবশ্যই’ একজন মহিলা প্রেসিডেন্টের দেখা পাবেন।
তিনি প্রার্থী হবেন কিনা জানতে চাইলে হ্যারিস বলেন, ‘সম্ভবত।’
সাবেক ভাইস প্রেসিডেন্ট জানান, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে জোর দিয়ে বলেছেন যে তিনি এখনও রাজনীতিতে নিজেকে ভবিষ্যৎ হিসেবে দেখেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া
ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। তবে তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। স্বভাবে অনেকটা—ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
সমকালীন বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফারিয়া। এবার জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। তাতে ফারিয়া লেখেন, “সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে! জাস্ট ‘ভালো ছিল কিন্তু আরো ভালো করতে হবে।’ খেলা দেখি নাই, হাইলাইটস দেখলাম।”
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিলেন ফারিয়া
মজার ছলে দেওয়া ফারিয়ার এই পোস্টে এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্টা পড়েছে আড়াই হাজারের বেশি। নেটিজেনদের অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন। মিরু নামে একজন লেখেন, “আপনার মন্তব্য ভালো ছিল, কিন্তু আরো ভালো করতে হবে।”
সাগর নামে একজন লেখেন, “এই জন্যই বাংলাদেশ জিতছে। আপনি এখন থেকে শুধু হাইলাইটস দেখবেন।” এ মন্তব্য ফারিয়ারও দৃষ্টিগোচর হয়েছে। জবাবে এ অভিনেত্রী লেখেন, “আমি খেলা দেখাই বন্ধ করে দিসি! বুক ব্যথা করে, মাথা ব্যথা করে টেনশনে! নিজেরটা খেয়ে ওদের খেলা দেখে অসুস্থবোধ করার কোনো মানে হয় না।”
ফারিয়ার এই মন্তব্যের সঙ্গে অসংখ্য নেটিজেন সহমত পোষণ করেছেন। কেউ কেউ তাদেরও বেদনার কথা জানিয়েছেন ফারিয়াকে।
ঢাকা/শান্ত