কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় চোরাকারবারিদের হামলায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার সদস্য আহত হয়েছেন। গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব পাখি উড়াচর এলাকায় হামলা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

ইব্রাহীম আলী। 

আরো পড়ুন:

নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৭

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, ‍“বিজিবির পক্ষ থেকে রবিবার (২৬ অক্টোবর) ১০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়াধীন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আহত বি‌জি‌বি সদস‌্যরা হলেন- সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্সনায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহী আল মামুন ও সিপাহী মো. শিহাব। 

পুলিশ সূত্র জানায়, শ‌নিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফিরছিলেন। এ সময় কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়। কিছুক্ষণ পর ২০-২৫ জন চোরাকারবারি লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

ঢাকা/বাদশাহ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল আহত অভ য গ সদস য

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন ডিসির, সন্তোষ প্রকাশ 

আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

কেন্দ্রগুলো হলো, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ