মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন
Published: 27th, October 2025 GMT
মৌলভীবাজারের রাজনগরে মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড় ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের ওই বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিদের হামলায় পাঁচজন আহত হওয়ার জেরে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার
চবির হলে মাদকের রমরমা কারবার
এলাকাবাসী জানান, মসুদ নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ভেতর মাদক কারবার করছিলেন। ফলে এলাকার যুব সমাজ মদকের দিকে ঝুঁকছিল। পাশাপাশি চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।
গত শনিবার থেকে মাদক নির্মূলে এলাকায় পাহারা বসায় স্থানীয়রা। গতকাল রবিবার সকালে তারা একজনকে গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদক করবারিরা রাত ১০টার দিকে প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। অপু (২১), সোহান (২২), বাবু আহমদ (৫৫), ময়নু (৪৫) ও শরীফ (৩৭) আহত হন। তাদের মৌলভীবাজার ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ খারপাড়া গ্রামের সেলিম মিয়া ও রাসেল মিয়া জানান, হামলার জেরে গতকাল রাতে বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারি মসুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। দীর্ঘদিন ধরে অতিষ্ট হয়ে এলাকাবাসী এমনটি করেছেন।
এ বিষয়ে জানতে মসুদ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
রাজনগর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ আলী হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ঘরটিতে থাকা সব মালামাল পুড়ে গেছে।”
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান প্রশংসনীয়। তবে, বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।”
ঢাকা/আজিজ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন অভ য গ এল ক ব স
এছাড়াও পড়ুন:
মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন
মৌলভীবাজারের রাজনগরে মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড় ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের ওই বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিদের হামলায় পাঁচজন আহত হওয়ার জেরে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার
চবির হলে মাদকের রমরমা কারবার
এলাকাবাসী জানান, মসুদ নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ভেতর মাদক কারবার করছিলেন। ফলে এলাকার যুব সমাজ মদকের দিকে ঝুঁকছিল। পাশাপাশি চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।
গত শনিবার থেকে মাদক নির্মূলে এলাকায় পাহারা বসায় স্থানীয়রা। গতকাল রবিবার সকালে তারা একজনকে গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদক করবারিরা রাত ১০টার দিকে প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। অপু (২১), সোহান (২২), বাবু আহমদ (৫৫), ময়নু (৪৫) ও শরীফ (৩৭) আহত হন। তাদের মৌলভীবাজার ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ খারপাড়া গ্রামের সেলিম মিয়া ও রাসেল মিয়া জানান, হামলার জেরে গতকাল রাতে বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারি মসুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। দীর্ঘদিন ধরে অতিষ্ট হয়ে এলাকাবাসী এমনটি করেছেন।
এ বিষয়ে জানতে মসুদ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
রাজনগর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ আলী হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ঘরটিতে থাকা সব মালামাল পুড়ে গেছে।”
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান প্রশংসনীয়। তবে, বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।”
ঢাকা/আজিজ/মাসুদ