গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪

হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০

নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ‘‘সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নরসিংদীর উদ্দেশে রওয়ানা দেন মিরাজ মিয়া। পথে ডুমদিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিরাজ।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য সহযোগিতার আহ্বান উপদেষ্টার

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন সময় এসেছে এই সম্পর্ককে অর্থনৈতিক পর্যায়ে আরো মজবুত করার।”

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শেখ বশিরউদ্দীন বলেন, “পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ–পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হয়েছে।”

এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা পুরোপুরি কাজে লাগানো হয়নি।”

তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধি করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ