বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধন নামের আরেকজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন ও বাধন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পেছন থেকে কোপ দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। আহতাবস্থায় পালিয়ে যান বাধন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত বাধন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন ডিসির, সন্তোষ প্রকাশ
আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রগুলো হলো, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।