যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩
Published: 28th, October 2025 GMT
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে মঞ্চের সামনে সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন দুইজনের ভেতরে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুষ্ঠান শুরু করে। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারো সংঘর্ষ বাধে। নেতাকর্মীরা চেয়ার, লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
ব্যানার নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত
হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক বলেন, ‘‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। যুবদলের নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে।’’
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত স ঘর ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু
ওমরাহ হজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম আজাদ (৫২) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাস যোগে স্ত্রী, মা ও ভাতিজাসহ গ্রামের বাড়ি ফিরছিলেন।
পথে মাইক্রোবাসটি নোয়াখালীর শহরের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/এস