যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩
Published: 28th, October 2025 GMT
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে মঞ্চের সামনে সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন দুইজনের ভেতরে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুষ্ঠান শুরু করে। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারো সংঘর্ষ বাধে। নেতাকর্মীরা চেয়ার, লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
ব্যানার নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত
হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক বলেন, ‘‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। যুবদলের নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে।’’
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত স ঘর ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ করে টাকা দেবে সরকার
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। পাশাপাশি আহতদের বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। এর ২৮ জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন। এ ছাড়া অনেকে আহত হন।
ব্যাপক আলোচিত এ ঘটনা নিয়ে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সেই কমিশনের প্রতিবেদনে কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন–ত্রুটি চিহ্নিত হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, ১১ ডিসেম্বর