সাকিবকে ধরে ফেলা তাইজুলের দিনে ‘ওয়ানডে’ মেজাজে ব্যাটসম্যানেরা
Published: 21st, November 2025 GMT
বাংলাদেশ: ৪৭৬ ও ৩৭ ওভারে ১৫৬/১ আয়ারল্যান্ড: ৮৮.৩ ওভারে ২৬৫ (তৃতীয় দিন শেষে)
শততম টেস্টে মুশফিকুর রহিমের ওপর থেকে আলোটা যেন সরছিলই না। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন নাটকীয়ভাবে। পরদিন সকালে সেঞ্চুরি, যেটি তাঁর মাইলফলক টেস্টকে আরও বেশি আলোকিত করে তুলল। কিন্তু আজ মিরপুর টেস্টের তৃতীয় দিনটা কাটল একদমই নিষ্প্রাণ। সকালে ভূমিকম্পে ছড়ানো আতঙ্ক বাদ দিলে সারা দিনে আর কোনো চাঞ্চল্যই দেখা যায়নি শেরেবাংলা স্টেডিয়ামে।
তবে এমন একঘেঁয়ে ক্রিকেটের দিনেও একটা নাম না বললেই নয়—তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার হওয়ায় ক্যারিয়ারের শুরু থেকে সাকিব আল হাসানের ছায়ায় থেকেই বোলিং করে গেছেন। ভালো বোলিং করলেও দিন শেষে তাঁকে নিয়ে সম্পূরক প্রশ্নেই চলে আসত সাকিবের নাম। তাতে কখনো কখনো বিরক্তও হয়েছেন তাইজুল। আজও ব্যতিক্রম হয়নি। তবে সাকিব এখন খেলায় নেই। তাইজুলের পারফরম্যান্স এখন তাঁর নিজের আলোতেই আলোকিত।
একটা জায়গায় তো আজ নিজেকে সাকিবের উচ্চতায়ই নিয়ে গেছেন তাইজুল। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে সাকিবের নামের পাশে লিখে ফেলেছেন নিজের নাম। ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির সিংহাসনটা এখন যৌথভাবে সাকিব–তাইজুলের।
সাকিবের খেলায় ফেরাটা যেহেতু অনিশ্চিত, তাঁকে ছাড়িয়ে তাইজুল যে সহসাই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যাবেন, সেটা বলাই বাহুল্য। তাইজুলের প্রতিদ্বন্দ্বিতা এখন থেকে তাই কেবল নিজের সঙ্গে।
আয়ারল্যান্ডের ইনিংস তিন শর আগেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুবাইয়ে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান
দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।
দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
এতে বলা হয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এতে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
দুবাইয়ের ‘এয়ার শো’ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ‘এয়ার শো’গুলির মধ্যে একটি। দু’বছরে এক বার করে এই ‘এয়ার শো’ আয়োজিত হয়। দেশবিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে। কোটি কোটি ডলারের ব্যবসা হয় এই ‘এয়ার শো’ চলাকালে।
ঢাকা/শাহেদ