এটা আমাদের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা
Published: 21st, November 2025 GMT
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি।”
এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলেও মনে করেন তিনি।
আরো পড়ুন:
নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?
ভূমিকম্পে নিহত ৬, আহত দেড় শতাধিক
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে।”
“রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য দেয় সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন,” বলেও মন্তব্য করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, “সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়।”
জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প পর ব শ ভ ম কম প পর ব শ
এছাড়াও পড়ুন:
দুবাইয়ে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান
দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।
দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
এতে বলা হয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এতে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
দুবাইয়ের ‘এয়ার শো’ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ‘এয়ার শো’গুলির মধ্যে একটি। দু’বছরে এক বার করে এই ‘এয়ার শো’ আয়োজিত হয়। দেশবিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে। কোটি কোটি ডলারের ব্যবসা হয় এই ‘এয়ার শো’ চলাকালে।
ঢাকা/শাহেদ