দিনাজপুরের বিরামপুরে দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষকতা করেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। জীবিকার তাগিদে বর্তমানে তিনি রাস্তার ধারে ঘাস ও কাঠালের পাতা বিক্রি করে কোনোরকমে সংসার চালাচ্ছেন। আব্দুল হামিদকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তার  সহকর্মী ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।

১৯৯৩ সালে বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আব্দুল হামিদ। প্রথমে কেরানি হিসেবে যোগ দেন তিনি। চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএজিএড সম্পন্ন করে ২০০২ সালে কৃষি বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন আব্দুল হামিদ। ২০০৭ সালে এমপিওভুক্তির জন্য আবেদন করলেও বিদ্যালয়ের ৩০ শতাংশ নারী কোটা পূরণ না হওয়ায় তা বাতিল হয়। পরে নিয়োগবিধির বিভিন্ন জটিলতায় পরপর ৯ বার আবেদন করেও এমপিওভুক্ত হতে পারেননি তিনি।

আরো পড়ুন:

ঢাবির ৩০ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

নেত্রকোণায় প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

প্রায় দুই যুগ ধরে শিক্ষকতা করলেও নিয়মিত বেতন পান না আব্দুল হামিদ। পরিবারের হাল ধরতে এখন বাধ্য হয়ে ঘাস ও পাতা বিক্রি করতে হচ্ছে তাকে। তবু, শিক্ষকতার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট আছে।

আব্দুল হামিদ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি। কিন্তু, এমপিওভুক্ত না হওয়ায় নিয়মিত বেতন পাই না। সংসার চালাতে বাধ্য হয়ে এখন ঘাস বিক্রি করছি। তবু, স্কুলের দায়িত্ব পালন করি নিয়মিত। আশা করি, আমার ন্যায্য প্রাপ্য একদিন পাব।”

দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, “আব্দুল হামিদ স্যার ভালো মানুষ এবং খুব ভালো পড়ান। তিনি নিয়মিত স্কুলে আসেন। এত বছরেও স্যার এমপিওভুক্ত না হওয়া বড় অন্যায়। আমরা চাই, দ্রুত তাকে এমপিওভুক্ত করা হোক।”

দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, “নিবেদিতপ্রাণ শিক্ষক হয়েও জীবিকার তাগিদে তাকে ঘাস বিক্রি করতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক। তাকে দ্রুত এমপিওভুক্ত করা উচিত।”

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল জানান, আব্দুল হামিদের সব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।

স্থানীয়রা জানিয়েছেন, একজন শিক্ষকের এমন দুঃখজনক বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক। এমপিওভুক্তির মাধ্যমে তার দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে তাদের প্রত্যাশা।

ঢাকা/মোসলেম/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষকত

এছাড়াও পড়ুন:

এটা আমাদের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি।”

এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলেও মনে করেন তিনি।

আরো পড়ুন:

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

ভূমিকম্পে নিহত ৬, আহত দেড় শতাধিক

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে।”

“রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য দেয় সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন,” বলেও মন্তব্য করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, “সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়।”

জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ