দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।

দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। 

এতে বলা হয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এতে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

দুবাইয়ের ‘এয়ার শো’ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ‘এয়ার শো’গুলির মধ্যে একটি। দু’বছরে এক বার করে এই ‘এয়ার শো’ আয়োজিত হয়। দেশবিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে। কোটি কোটি ডলারের ব্যবসা হয় এই ‘এয়ার শো’ চলাকালে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ব ম নট

এছাড়াও পড়ুন:

প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত ভিডিও ভাইরাল, মুখ খুললেন শফিক

ভারতের বাঙালি ইনফ্লুয়েন্সার শফিক এসকের একটি ভিডিও নিয়ে আলোচনা চলছে অন্তর্জালে। প্রেমিকার সঙ্গে তাঁর ব্যক্তিগত ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তুমুল তর্কবিতর্কের পর মুখ খুললেন এই ইনফ্লুয়েন্সার। বললেন, তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু নিজেই ভিডিওটি ছড়িয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শফিক তাঁর বান্ধবীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শফিক ভারতীয় গণমাধ্যম নিউজ ৩৬৫–কে বলেন, ‘আমাদের ঘনিষ্ঠ এক বন্ধু ভিডিওটি চুরি করে ভাইরাল করেছে। এখন আমাদের চারপাশের মানুষ খুব বাজে কথা বলছে। এর পর থেকেই মনে নানা নেতিবাচক চিন্তা আসছে, যদি কিছু ঘটে। এসবের জন্য সম্পূর্ণ দায়ী রুবাল। আগে সে আমাদের ব্ল্যাকমেল করছিল। আমরা যখন অন্য জায়গায় কাজ শুরু করি, তখন সে ভিডিওটি ভাইরাল করেছে। ভিডিওটি বছর দেড়েক পুরোনো।’ সাক্ষাৎকারে শফিক তাঁদের ব্যক্তিগত ভিডিওটি আর না ছড়ানোরও অনুরোধ করেন।

আরও পড়ুনক্যাটরিনা-রণবীরের বিচ্ছেদ, দায়ী কে২০ এপ্রিল ২০২৫

কে এই শফিক এসকে
শফিক এসকে একজন জনপ্রিয় বাংলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর ইনস্টাগ্রামে কমেডি ভিডিও ও বাংলা নাটক–সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৩ লাখ ১৯ হাজারের বেশি।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

সম্পর্কিত নিবন্ধ