পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ একটি পুরাতন বা ব্যবহৃত সমুদ্রগামী বড় জাহাজ (ওশান গোয়িং মাদার ভেসেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সার্কুলার রেজুলেশন মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তে বলা হয়, কোম্পানিটি ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন বহনক্ষমতা সম্পন্ন একটি সেকেন্ড-হ্যান্ড জাহাজ ক্রয় করবে। জাহাজটি কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই জাহাজ যুক্ত হলে আমদানি পরিবহন সক্ষমতা বাড়বে এবং কাঁচামাল পরিবহনে ব্যয় সাশ্রয় হবে।

ক্রাউন সিমেন্ট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫২.

২২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.১৫ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নড়াইলের নতুন এসপি আল-মামুন

নড়াইলের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। তিনি মো. রবিউল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে আল-মামুন শিকদার বরগুনার এসপি ছিলেন।

 

আরো পড়ুন:

ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে হত্যা

খুলনায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রবিউল ইসলামকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর তিনি নড়াইলে যোগ দেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় লটারির মাধ্যমে নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ