হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
Published: 27th, November 2025 GMT
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হামলার এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে ‘পরিকল্পিত গুলি’র ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি জানান, ন্যাশনাল গার্ডের গুলিবিদ্ধ দুই সদস্যের অবস্থা সংঙ্কাপন্ন।
আরো পড়ুন:
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকেও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনার সময় ফ্লোরিডায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালের সেপ্টেম্বরে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সন্ত্রাসী কাজের জন্য তাকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস অভিযুক্ত বন্দুকধারীকে রহমানুল্লাহ লাকানওয়াল হিসেবে শনাক্ত করেছে, যিনি ২৯ বছর বয়সী আফগান নাগরিক।
২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বিশেষ অভিবাসন সুরক্ষার অধীনে কয়েক হাজার আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।
বুধবার রাতে একটি লাইভ ভাষণে ট্রাম্প বলেন, “আমাদের এখন বাইডেনের আমলে আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশকারী প্রতিটি বিদেশীকে পুনরায় পরীক্ষা করা উচিত।”
প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকারী কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যে ব্যক্তিটি দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করেছিল, উভয়ই গুরুতর আহত হয়েছে এবং এখন দুটি পৃথক হাসপাতালে রয়েছে, সেও গুরুতর আহত হয়েছে, তবে তা সত্ত্বেও, তাকে খুব চড়া মূল্য দিতে হবে।”
ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ট্রাম্প তাকে ওয়াশিংটন ডিসিতে আরো ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠাতে বলেছেন।
পেন্টাগন প্রধান বলেন, “এ পদক্ষেপ ওয়াশিংটন ডিসিকে নিরাপদ এবং সুন্দর করে তোলার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
ট্রাম্পের নির্দেশে গত আগস্ট মাস থেকে ওয়াশিংটন ডিসিতে ২,২০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন রয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র টন ড স আফগ ন সদস য
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭
নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
গত রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নেওয়ার পথে মারা যান মোজাফফর হোসেন (৩৮)। তিনি আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
‘বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে’
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আগ্রাদ্বিগুন গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পেটে ব্যাথ্যা ও বমি শুরু হয়। অনেককেই দল বেঁধে ছুটতে থাকেন টয়লেটে। একে একে অনেকে অসুস্থ হলে সোমবার সকালে তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাবার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।”
ঢাক/সাজু/মাসুদ