নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ২
Published: 27th, November 2025 GMT
পারিবারিক কলহের জেরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন ওরফে সাব্বির (২২)। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান ব্যাপারী বাড়িতে আনোয়ারকে কুপিয়ে আহত করা হয়।
নিহত আনোয়ার উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের মো.
নিহত আনোয়ার হোসেনের বন্ধু মো. শাকিল বলেন, চার থেকে পাঁচ দিন আগে শাকিলের খালা মনোয়ারা বেগমকে মারধর করেন তাঁর দেবর শামীম। খালাকে মারধরের খবর পেয়ে সন্ধ্যার দিকে শামীম তাঁর বন্ধু আনোয়ারকে নিয়ে খালার বাড়িতে গেলে খালার দেবর শামীম তাঁর হাতে থাকা দা দিয়ে আনোয়ারের মাথায় কোপ দেন। এতে আনোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ওই তরুণকে কুপিয়ে আহত করে এক পক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। নিহত তরুণের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় আহত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম হাওলাদার (৬৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস শাহতলী বাজার রেলগেট অতিক্রম করছিল। ওই সময় মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক আবুল কালাম। প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজধানীতে পাঠানো হয়।
এদিকে শাহতলী বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দুর্ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মোবারক হোসেন রেলগেটটিতে উপস্থিত ছিলেন না। তিনি সময়মতো ব্যারিয়ার নামালে এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার পর থেকে মোবারক পলাতক।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর বলেন, ‘এ ঘটনার পর আমরা আবুল কালামের বাড়িতে যোগাযোগ করেছি। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। গেটম্যানের গাফিলতি ছিল কি না, সেটি তদন্ত করে দেখা হবে।’