৪৫তম বিসিএসে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএস থেকে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন–পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করে।

সবচেয়ে বেমি ৫০ জন নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগ পেয়েছেন।  

৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ.pdfডাউনলোডআরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০, ক্যাডার ও নন–ক্যাডারে শূন্য পদ ২১৫০২৬ নভেম্বর ২০২৫একাদশ–দ্বাদশের বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally)  সুপারিশ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। এ বিসিএসে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়েছে।

*নন-ক্যাডার পদে সুপারিশের তালিকা দেখুন এখানে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নন ক য ড র পদ

এছাড়াও পড়ুন:

রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রি

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ছাপিয়ে গেলেন নিজের আগের সব আলোচনাকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বের ম্যাচে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। যা রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির।

ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। এরপর ঝড় তুললেন আরও দু’টি গোল করে। সব মিলিয়ে সাত মিনিটেরও কম সময়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক উপহার দিলেন ফরাসি তারকা। রোনালদোর করা হ্যাটট্রিকের চেয়ে এমবাপ্পের এই হ্যাটট্রিত প্রায় চার মিনিট দ্রুত।

আরো পড়ুন:

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

দ্রুততম ৪৪ গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমবাপের চেয়ে দ্রুত হ্যাটট্রিক আছে শুধু মোহাম্মদ সালাহর। যিনি ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে এমবাপ্পের চেয়েও ৩০ সেকেন্ড কম সময়ে এই কীর্তি গড়েছিলেন।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকসমূহ:
৭ মিনিট - মোহাম্মদ সালাহ (রেঞ্জার্স ১-৭ লিভারপুল, ২০২২),
৭ মিনিট - কিলিয়ান এমবাপে (অলিম্পিয়াকোস ৩-৪ রিয়াল মাদ্রিদ, ২০২৫),
৮ মিনিট - বাফেতিম্বি গোমিস (দিনামো জাগরেব ১-৭ লিওঁ, ২০১১),
৯ মিনিট - মাইক নিউয়েল (ব্ল্যাকবার্ন ৪-১ রোজেনবর্গ, ১৯৯৫),
১১ মিনিট - রাহিম স্টার্লিং (ম্যান সিটি ৫-১ আটালান্তা, ২০১৯),
১১ মিনিট - ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ৮-০ মালমো, ২০১৫),
১১ মিনিট - রবার্ট লেভানদভস্কি (বায়ার্ন ৭-১ সালজবুর্গ, ২০২২),
১২ মিনিট - রবার্ট লেভানদভস্কি (সার্ভেনা জভেজদা ০-৬ বায়ার্ন, ২০১৯),
১২ মিনিট - লুইজ আদ্রিয়ানো (বাতে বোরিসভ ০-৭ শাখতার, ২০১৪)।

ম্যাচ শুরুর সময় থেকে হিসাব করলে এমবাপের হ্যাটট্রিকটি টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয়-দ্রুততম সময়ে সম্পন্ন করা হ্যাটট্রিকও বটে।

২০২২ সালে বায়ার্নের হয়ে রবার্ট লেভানডোভস্কি সালজবুর্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন। তার আগে এসি মিলানের মারকো সিমোন ১৯৯৬ সালে রোজেনবর্গের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটের মধ্যে করেছিলেন হ্যাটট্রিক। আর ২০২৫ সালের নভেম্বরে কিলিয়ান এমবাপ্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন।

তার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে অলিম্পিয়াকোসকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রি
  • ইমরান খান সুস্থ আছেন—গুজব উড়িয়ে বলল পাকিস্তান
  • ৪৫তম বিসিএসের ফল প্রকাশ, ১৮০৭ জন মনোনয়ন
  • ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা
  • সন্তানদের নিয়ে দ্বন্দ্ব, গ্রেপ্তার আতঙ্কে দুবাইয়ের শাসক পরিবারের সাবেক বউ
  • নারী হত্যার শাস্তির আলাদা বিধান রেখে ইতালির পার্লামেন্টে বিল পাস
  • ‘আমার বেটাকে বাঁচান’, চিকিৎসা খরচ মেটাতে হাত পাতছেন তাঁরা
  • দেশে দরিদ্র ৩ কোটি ৬০ লাখ