যে বিজ্ঞানীর নামে ইলন মাস্কের সন্তানের নাম
Published: 12th, December 2025 GMT
সাম্প্রতিক সময়ের আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক। নানা ধরনের উদ্যোগের জন্য যেমন মাস্ক আলোচিত, তেমনি নিজের পরিবার আর ব্যক্তিগত জীবনের জন্য তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক। নিখিল কামাথের শো ‘পিপল বাই ডব্লিউটিএফ’ নামের একটি পডকাস্টে মাস্ক তাঁর পরিবার সম্পর্কে একটি কম পরিচিত ও আকর্ষণীয় তথ্য দিয়েছেন। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানান, তাঁর সঙ্গী শিভন জিলিসের ভারতীয় ঐতিহ্য রয়েছে। তাঁদের এক পুত্রের মাঝখানের নাম শেখর রাখা হয়েছে। এই নাম নোবেল পুরস্কার বিজয়ী জ্যোতিঃপদার্থবিদ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের প্রতি শ্রদ্ধা জানাতে রাখেন মাস্ক।
মাস্ক ব্যাখ্যা করেন, জিলিস নিউরালিংকে অপারেশনস ও বিশেষ প্রকল্পের নেতৃত্ব দেন। জিলসকে শিশুকালে দত্তক নেওয়া হয়। তিনি কানাডায় বেড়ে উঠেছেন।
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ১৯১০ সালের ১৯ অক্টোবর ভারতীয় উপমহাদেশের লাহোরে জন্মগ্রহণ করেন। তাঁর চাচা সিভি রমন ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন। চন্দ্রশেখরের কাজ আধুনিক জ্যোতিঃপদার্থবিদ্যাকে পাল্টে দিয়েছে। ১৯৮৩ সালে তিনি নক্ষত্রের গঠন ও বিবর্তন নিয়ে তাঁর তাত্ত্বিক গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো চন্দ্রশেখর সীমা। একটি শ্বেত বামন নক্ষত্রের নিজের মাধ্যাকর্ষণে ভেঙে পড়ার আগে সর্বাধিক কত ভরে থাকে, তা এই সীমা থেকে জানা যায়। এই গণনা নিউট্রন নক্ষত্র ও ব্ল্যাকহোল সম্পর্কে আমাদের বোঝার জন্য অপরিহার্য।
চন্দ্রশেখর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও পরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়েন। শিকাগোতে তিনি ইয়ার্কস অবজারভেটরিতে গবেষণা পরিচালনা করেন। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালের সম্পাদক হিসেবে কাজ করেন। চন্দ্রশেখরের কাজকে সম্মান জানিয়ে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরির নামকরণ করা হয়েছে।
শিভন জিলিস ও ইলন মাস্কের চার সন্তান রয়েছে। তাঁদের পরিবারের মধ্যে রয়েছে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর। এ ছাড়া আর্কেডিয়া নামের এক কন্যা ও তাঁদের কনিষ্ঠ সন্তানের নাম সেলডন শেখর লাইকারগাস। এই বছরের শুরুতে জন্মগ্রহণ করে এই ছেলে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইলন ম স ক সন ত ন র জন য
এছাড়াও পড়ুন:
এ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ
নতুন মাসের শুরুতে সরকারি চাকরির বিজ্ঞপ্তি আছে কয়েকটি। (৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫) বেশ কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, ৫০তম বিসিএসে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ে, সরকারি আবাসন পরিদপ্তরে, চট্টগ্রাম সিটি করপোরেশনে এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরসহ বেশ কয়েকটি সরকারি চাকরিতে আবেদন চলছে। প্রথম আলোর প্রাপ্ত এসব সরকারি চাকরির মধ্য নবম–১০মসহ বিভিন্ন গ্রেডের চাকরির সুযোগ আছে। এই সপ্তাহ, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যেসব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে সেরা ১০টি একনজরে দেখে নিন—
১. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮
২. ৫০তম বিসিএসে আবেদন শুরু, পিএসসির যত নির্দেশনা
৩. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭
৪. সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১
৫. চট্টগ্রাম সিটি করপোরেশনে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৬৫
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫৬. সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫
৭. সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে ১০মসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৫
৮. জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
৯. বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩
১০. ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে যুক্ত হলো আরও ১৪২ পদ
আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা২১ ঘণ্টা আগেআরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি১৬ নভেম্বর ২০২৫