সিদ্ধিরগঞ্জে অতর্কিত হামলা করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ
Published: 11th, December 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আটোরিকশার গ্যারেজে অতর্কিত হামলা চালিয়ে একদল দুস্কৃতকারী। এসময় হামলা চালিয়ে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজ মালিক বাচ্চু মিয়া বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মালেকর ছেলে মো.
গত সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বিমান ভবনস্থ গলিতে এই হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা য়ায়, অভিযুক্ত মো. সালাউদ্দিন উক্ত অটোরিকশা গ্যারেজে গত সাত মাস ধরে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গ্যারেজে কর্মরত থাকাকালীন বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরে সে। ভুক্তভোগী বিষয়টি নিয়ে অভিযুক্তকে শাসন করলে অভিযুক্ত মালিকের উপর ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করেন।
অভিযুক্ত গত সাত মাস পূর্বে গ্যারেজে থাকাকালীন ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা ধার হিসেবে নেন। পরে পাওনা টাকা চাইলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন অভিযুক্ত। ভুক্তভোগী এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে বিভিন্ন স্থানে জখম করেন।
সূত্রে আরও জানা যায়, পরে অন্য অভিযুক্তসহ অজ্ঞাত ২০/২৫ জন ব্যক্তিদের নিয়ে উক্ত গ্যারেজে অতর্কিত হামলা চালান। হামলা চালিয়ে গ্যারেজে থাকা নগদ এক লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, গ্যারেজে হামলার বিষয়ে ভুক্তভোগী বাচ্চু মিয়া অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির সত্যতা যাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বাড়ল স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর
টানা দুই দফা বাড়ার পর এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে দেশের বাজারে আবারও মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
আরো পড়ুন:
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা
এলপিজির দাম বাড়ল
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৩ ডিসেম্বর থেকে।
এ নিয়ে চলতি বছর মোট ৮৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৭ বার, আর কমেছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
ঢাকা/নাজমুল/সাইফ