Prothomalo:
2025-12-11@18:05:41 GMT
ভারতকে হারিয়ে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার
Published: 11th, December 2025 GMT
১৮ বলে ভারতের দরকার ছিল ৭২ রান—প্রায় অসম্ভবই বটে। কিন্তু তিলক বর্মা আর জিতেশ শর্মা ৪ বলে ১৫ তুলে নিলে ধারাভাষ্যকারই বলে উঠলেন, ম্যাচ তাহলে এখনও শেষ হয়ে যায়নি।
টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের ঝোড়ো–ব্যাটিংয়ের সামর্থ্য আর দক্ষিণ আফ্রিকানদের ম্যাচের শেষদিকে গড়বড় করে ফেলার প্রবণতার কারণেই হয়তো অমন আশাবাদ। তখনও যে ভারতের হাতে ৫ উইকেট।
কিন্তু এরপর যা হলো, দুই দলই হয়তো ভাবতে পারেনি। পরের ৯ বলে মাত্র ৫ রানের মধ্যেই শেষ পাঁচ উইকেট হারিয়ে ভারত অলআউট। ফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী।
বিস্তারিত আসছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আসল বিয়ের জন্য একটু রিহার্সাল করলাম...
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে