চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ি থেকে জুয়া খেলার কথা বলে গতকাল সোমবার রাতে মো. জাহেদ (২০) নামের এক তরুণকে ডেকে নেয় এক বন্ধু। আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকার মন্দিরের সামনে থেকে জাহেদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. জাহেদ লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদপাড়া এলাকার কোরবান আলীর ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত একটার দিকে ওই তরুণকে তাঁর এক বন্ধু অনলাইনে জুয়া খেলতে ডেকে নিয়ে যান। আজ সকাল সাতটার দিকে এক রিকশাচালক ওই তরুণের লাশ দেখতে পান। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই তরুণের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত তরুণের মুখে রক্ত জমে ছিল। তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। ঘটনায় জড়িত সন্দেহে এরমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ