খুলনায় ইংলিশ ব্যাটার, কে এই শিবলি
Published: 14th, January 2025 GMT
ইংল্যান্ডের ২৯ বছর বয়সী ব্যাটার ডমিনিক পিটার শিবলিকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। মঙ্গলবার দলটি এ ঘোষণা দিয়েছে।
শিবলি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট খেলেছেন। ২০১৯ সালে অভিষেক হয় তার। ২০২১ সালে ভারতের বিপক্ষে খেলেছেন শেষ টেস্ট। প্রায় ২৯ গড়ে দুই সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১ হাজার ৪২ রান করা এই ডানহাতি ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা এগোয়নি।
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সি পরা হয়নি তার। তবে ৪৪টি লিস্ট ‘এ’ ও ৪৬টি ঘরোয়া টি-২০ খেলেছেন তিনি। টি-২০ তে তার ক্যারিয়ার সেরা ইনিংস ৭৪।
সংক্ষিপ্ত সংস্করণে ১১২৮ রান করেছেন শিবলি। গড় প্রায় ২৯। আটটি ফিফটি করা এই ব্যাটার ১২৪.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী