Risingbd:
2025-11-02@06:20:24 GMT

শুটিংয়ে ফিরলেন ওমর সানী

Published: 18th, January 2025 GMT

শুটিংয়ে ফিরলেন ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এক সময়ের দাপুটে এই অভিনেতা এখন ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামে রেস্তোরাঁ। শুধু ঢাকাতেই নয়, দেশের অনেক স্থানে রেস্তোরাঁটির শাখা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সর্বশেষ গত বছর মে মাসে এই চিত্রনায়ককে মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মনের মতো চরিত্র পেলে শত ব্যস্ততার ফাঁকে অভিনয়ে তিনি সময় দেন। 

দীর্ঘ বিরতি শেষে গতকাল একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’’

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ওমর স ন

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সম্পর্কিত নিবন্ধ