মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন শাহিন, দুর্বৃত্তের গুলি আটকে আছে ফুসফুসের পাশে
Published: 19th, January 2025 GMT
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন। তাঁর ভাই সুমন শেখ জানান, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫-৬ জন সন্ত্রাসী শাহীনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। একটি গুলি তার বাম কানের ওপরে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। আরেকটি গুলি পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসের পাশে আটকে আছে।
তিনি আরও জানান, রোববার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীনের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তাঁর ফুসফুসে জমাট বাঁধা রক্ত অপসারণ করেছেন, তবে গুলি বের করতে পারেননি।
খুলনা থানার ওসি মুনির উল গিয়াস জানান, হামলার কারণ শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কারে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে।
শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ।