ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। এ সংশোধনী বাস্তবায়নের মধ্য দিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাদের।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক সাকিবুর রনি। 

তিনি বলেন, “ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোন বিকল্প নেই। ডাকসুকে একটি স্বাধীন,কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।”

তাদের উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে রয়েছে- যারা বৈধ শিক্ষার্থী, তারাই ভোটার ও প্রার্থী হতে পারবে; লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ধারণ ও লালন করা’ এর পরিবর্তে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’ এবং ২৪ এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল্যবোধকে ধারণ ও লালন করা; ডাকসুর সভাপতি হবেন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্রনেতা।

এছাড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের পরিবর্তে রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক; নির্বাচনের তারিখ সভাপতি নয়, বরং প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে বা সপ্তাহে ডাকসু নির্বাচন নির্ধারিত থাকবে, যা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে সংযুক্ত থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক আরমানুল হক, সদস্য সীমা আক্তার, হাসিবুর রহমান, সিদরাতুল মুনতাহা ওহী প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ