সাম্বার ছন্দে বড় জয় রিয়ালের, সরাসরি শেষ ষোলোর যে সমীকরণ
Published: 23rd, January 2025 GMT
সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে ছিল না লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা ওই রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান সাম্বায় আরবি সলসবার্গের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে।
পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট তুলে লস ব্লাঙ্কোসরা ২১ থেকে ১৬ তে উঠেছে। কার্লো আনচেলত্তির দলের সামনে সুযোগ এসেছে গ্রুপের শেষ ম্যাচে জিতে সেরা আটে উঠে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার।
বুধবার রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান দুই তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোলটি এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ফন্ট থ্রির দাপটে পাত্তা পায়নি সলসবার্গ।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় লস ব্লাঙ্কোসরা। দুটি গোলই করেন রদ্রিগো গোয়েস। তিনি ২৩ ও ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ৩-০ করেন কিলিয়ান এমবাপ্পে। ৪৮ মিনিটে গোল করেন রিয়ালের জার্সিতে পুরনো ছন্দ ফিরে পাওয়া ফ্রান্সম্যান।
এরপর ৫৫ ও ৭৭ মিনিটে গোল আসে ভিনিসিয়াসের পা থেকে। ৮৫ মিনিটে এক গোল শোধ করে অস্ট্রিয়ান ক্লাবটি। রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ জানুয়ারি রাতে ব্রেস্টের মুখোমুখি হবে।
পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যেতে ওই ম্যাচে জিততে হবে ব্লাঙ্কোসদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে সেরা আটে থাকা অন্য দলগুলোর পয়েন্ট হারানোর দিকে। যেমনে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে আটে থাকা বায়ার লেভারকুসেন শেষ ম্যাচে স্পার্টা প্রাহার বিপক্ষে খেলবে। ওই ম্যাচে লেভারকুসেনের হার বা ড্র কামনা করতে হবে। সাতে থাকা আটালান্টার পয়েন্ট ১৪। তারা শেষ ম্যাচে খেলবে বার্সার বিপক্ষে। আটালান্টার হার চাইতে হবে।
এমনকি ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান নিজেদের শেষ ম্যাচে হারলে গোল ব্যবধানে সেরা আটের থাকার সুযোগ তৈরি হবে রিয়াল মাদ্রিদের। সেরা আটে না থাকতে পারলে প্লে অফ খেলতে হবে লস ব্লাঙ্কোসদের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: লস ব ল ঙ ক
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী