গল্পটা ২০১৫ সালে। উপস্থাপনা থেকে সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি।  মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আশিকী’।

 যৌথ প্রযোজনায় নির্মিত সেই সিনেমায় নুসরাত ফারিয়ার নায়ক হিসেবে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। সেই যে শুরু, পর পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গাও তৈরি করেছেন। উপস্থাপিকা থেকে হয়ে উঠেছেন চিত্রনায়িকা। দেখতে দেখতে এই বছরে তার সিনেমার নায়িকা হওয়ার দশ বছর হলো। সেই তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তাঁর নায়িকা জার্নির গল্প বলেছেন। সেইসঙ্গে বলেছেন, ‘জাজ আমার কাছে অন্যরকম আবেগের একটি নাম। যখনই তারা আমাকে ডাকবে গল্প-চরিত্র পছন্দ হলে অবশ্যই আমি কাজ করব।’ 

জাজের নায়িকা হলেও প্রায় সাত বছর হয় এই ঘরের সিনেমায় নেই ফারিয়া। জাজও নেই আগের অবস্থানে। হঠাৎ করে ফারিয়া কেন পুরোনো ঘর নিয়ে স্মৃতি রোমন্থন করলেন? জানা গেছে তার হেতু। শিগগিরই জাজের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। হাউসটির ‘জ্বীন ৩-মা’ নামের সিনেমাতে এবার নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। অভিনেতা সজলের বিপরীতে থাকছেন নুসরাত। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে জাজ ও নুসরাত কেউ কিছুই জানায়নি। তবে জানা গেছে,  আগামী  ১ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই অংশ নেবেন ফারিয়া।

পূজা চেরি ও সজলকে নিয়ে প্রথম ‘জ্বীন’ বানিয়েছিল জাজ। গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল ‘জ্বীন ২-মোনা’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া। এবার তারই সিকুয়াল হচ্ছে ‘জ্বীন ৩-মা’। এবারও ছবিটি পরিচালনা করবেন রোমান।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ