বিপিএলের ঢাকায় প্রথম পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে৷ ঢাকায় ২৬ জানুয়ারি থেকে শুরু হবে শেষ পর্ব। 

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। দলটি টানা ৮ ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

পয়েন্ট টেবিলে দুইয়ে আছে ফরচুন বরিশাল। দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে ২ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তামিম ইকবালের দল।

তিনে আছে চট্টগ্রাম কিংস। তারা ৯ ম্যাচের মধ্যে ৫টায় জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে ভালো মতোই আছে সেরা চারে যাওয়ার লড়াই। 

পয়েন্ট টেবিলে চারে আছে খুলনা টাইগার্স। তারা ৯ ম্যাচের ৪টিতে জিতেছে। পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্ক থাকলেও রাজশাহী ১০ ম্যাচের ৪টিতে জিতে সেরা চারে যাওয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেটআর্বিভূত হয়েছে। তারা টেবিলে পাঁচে আছে।

পয়েন্ট টেবিলে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে। তাদের সামনেও কাগজে কলমে শেষ চারে যাওয়ার সুযোগ আছে। সেজন্য জিততে হবে ঢাকা পর্বের বাকি দুই ম্যাচ। সাতে থাকা সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে জিতেছে ২ ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম পর ব

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ