বিপিএলের ঢাকায় প্রথম পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে৷ ঢাকায় ২৬ জানুয়ারি থেকে শুরু হবে শেষ পর্ব। 

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। দলটি টানা ৮ ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

পয়েন্ট টেবিলে দুইয়ে আছে ফরচুন বরিশাল। দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে ২ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তামিম ইকবালের দল।

তিনে আছে চট্টগ্রাম কিংস। তারা ৯ ম্যাচের মধ্যে ৫টায় জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে ভালো মতোই আছে সেরা চারে যাওয়ার লড়াই। 

পয়েন্ট টেবিলে চারে আছে খুলনা টাইগার্স। তারা ৯ ম্যাচের ৪টিতে জিতেছে। পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্ক থাকলেও রাজশাহী ১০ ম্যাচের ৪টিতে জিতে সেরা চারে যাওয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেটআর্বিভূত হয়েছে। তারা টেবিলে পাঁচে আছে।

পয়েন্ট টেবিলে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে। তাদের সামনেও কাগজে কলমে শেষ চারে যাওয়ার সুযোগ আছে। সেজন্য জিততে হবে ঢাকা পর্বের বাকি দুই ম্যাচ। সাতে থাকা সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে জিতেছে ২ ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম পর ব

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ