ঢাবি প্রশাসনকে সহযোগিতা করবে সাদা দল
Published: 27th, January 2025 GMT
ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
এছাড়া এ ঘটনায় প্রশাসনকে যেকোন সমস্যায় সাদা দলের পক্ষে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড.
এতে উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের সদস্যরা। এছাড়া ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাদা দলের নেতৃবৃন্দ উপাচার্যকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণেই গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।
এখান থেকেই বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলুর হিমাগার খালির তোড়জোড়
২ / ৯ফাটা বস্তা সেলাই করছেন এক নারী শ্রমিক