‘এই জমি না দিলে বিষ দেন, খেয়ে মরি’
Published: 29th, January 2025 GMT
টিনশেডের ভাঙা ঘরগুলোর নানা অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে মাটিতে। বাসিন্দাদের কেউ ত্রিপল টানিয়ে আছেন; কেউ আশ্রয় নিয়েছেন পাশের রাইস মিলের বারান্দায়; কেউ ভাঙা বেড়ার ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন। এ দৃশ্য কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের বাটিকামারায়।
সোমবার বিনা নোটিশে প্রশাসনের কর্মকর্তারা তিনটি ঘর পুরোপুরি গুঁড়িয়ে দেন। বাকি দুটির চালা ছাড়া বাকি সব খুলে ফেলা হয়। এ সময় উত্তেজিত জনতার ধাওয়ায় পালিয়ে যান কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।
ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে ওই পরিবারের সদস্যদের দুর্ভোগ দেখা যায়। এ সময় তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে স্বজন ও প্রতিবেশীদের। স্থানীয় কিছু উৎসুক জনতাও সেখানে ভিড় করেন। এ সময় বিলাপ করতে করতে দিনমজুর আবু
সাইদের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘সোমবার দুপুরে হুট করে প্রতিবেশী রাজিবুনের ছেলে রাজিব হোসেন প্রশাসনের লোকজন নিয়ে ঘরবাড়ি ভাঙে মালামাল সব ফেলা দেছে বাইরে। আমারে রাঁধাবাড়া বন্ধ। মানুষ এসে এসে খাবার দিচ্ছেন, তাই খাচ্ছি। আমাদের তো আর কোনো জাগা-জমি নাই। এই জমি না দিলে বিষ দেন, খেয়ে মরি। তা ছাড়া যাব কোনে?’
ওই পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তরুণ মোড়-তারাপুর সড়কের বাটিকামারা এলাকায় সরকারের এক নম্বর খতিয়ানভুক্ত ১০ শতাংশ খাস জমি আছে। এর ৫ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর আগে ওই গ্রামের দিনমজুর ইসমাইল শেখ থাকতে শুরু করেন। প্রায় পাঁচ বছর পর বাকি ৫ শতাংশে বসবাস শুরু করেন মৃত আছাম উদ্দিনের স্ত্রী বুলু খাতুন। ওই নারী আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে কাজ করতেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ১০ শতাংশ জমিই নিজের নামে স্থায়ী বন্দোবস্ত করেন বুলু খাতুন। ২০০২ সালে সেখান থেকে ২৫ হাজার টাকায় ৫ শতাংশ জমি কিনে নেন ইসমাইল শেখ। সেখানে ইসমাইলের স্ত্রী আমিরন নেছা ও তাদের পাঁচ সন্তান সাজু শেখ, রাজু শেখ, সাইদ শেখ, লালন শেখ ও কুতুব উদ্দিন বসবাস করছেন। ২০১৭ সালে কুষ্টিয়া আদালতে বুলু খাতুনকে দিয়ে ৫ শতাংশ জমি থেকে ওই পরিবারটিকে উচ্ছেদের জন্য মামলা করান তাঁর নাতি রাজিব হোসেন। আদালত গত ২৭ অক্টোবর পাঁচ ভাইকে জমি থেকে উচ্ছেদের আদেশ দেন। তাদের উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ না দিয়েই প্রশাসন সোমবার অভিযান চালায়।
ইসমাইলের স্ত্রী আমিরন নেছা বলেন, ‘রাজিব ক্ষমতা খাটিয়ে ও ব্যাটাদের (প্রশাসনের কর্মকর্তা) ঘুষ দিয়ে ঘরবাড়ি সব ভেঙে দিছে। গতকালকের (সোমবার) তে খাওয়া দাওয়া বন্ধ। এহন নাতি, পুতি, ব্যাটা, ব্যাটার বউ নিয়ে রাইস মিলের বারান্দায় আছি। যাওয়ার কোনো জাগা নেই। তাঁবু টানা হলিও যেম্বায় (যেভাবেই) হোক, হেনেই থাকব।’
তাঁর ছেলে কুতুব উদ্দিন বলেন, জনগণের ভয়ে ম্যাজিস্ট্রেট পালিয়ে গিয়েছিলেন। পরে তারা ইউএনও অফিসে যান। ইউএনও তাদের বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছেন।
রাজু শেখের স্ত্রী জাহিরন খাতুন বলেন, ‘শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছি আমরা।’ থাকার একটি ব্যবস্থা করতে সংবাদকর্মীদের প্রতি আকুতি জানান তিনি।
বাটিকামারার প্রবীণ ব্যক্তি আনছার উদ্দিন এসেছিলেন তাদের দুর্ভোগ দেখতে। তিনি বলেন, ‘শুনলাম গরিব মানুষের ঘরবাড়ি ভাঙে দেছে। তারা না খেয়ে আছে। সেজন্য কয়ডা খাবার নিয়ে দেখতে এসেছি।’
উচ্ছেদের পর সোমবার বিকেলেই বিক্ষুব্ধ জনতা বুলু খাতুনের নাতি রাজিবের ঘরবাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে কয়েকশ মানুষ ক্ষতিগ্রস্ত পাঁচ ভাইকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার রাজিব হোসেনের আধাপাকা বাড়ি ও আসবাবে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। ভাঙা অংশগুলো এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ঘটনার পর থেকেই রাজিব সপরিবারে পালিয়ে যান। এ জন্য তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের ভাষ্য, আদালতের নির্দেশে জেলা প্রশাসন বাটিকামারায় অভিযান চালিয়েছিলেন। ভুক্তভোগীদের বিষয়টি আদালত ও প্রশাসনের কাছে লিখিতভাবে জানাতে পরামর্শ দিয়েছেন। লিখিত পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাদের নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল
সিডনির বসন্তের সন্ধ্যা। লিভারপুলের হুইটল্যাম লেজার সেন্টারের বাইরে তখন লম্বা লাইন—হাতে পতাকা, কাঁধে ব্যাগ, চোখে প্রত্যাশা। সাউন্ডচেকের শব্দ ভেসে আসছে বাইরে। ভেতরে যেন উন্মুখ এক ‘সাগর’, যেখানে মিশে আছে দুই প্রজন্মের মুখ, কণ্ঠ আর স্মৃতি। শনিবার রাতটি হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের জন্য এক ব্যতিক্রমী উৎসব—বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই যুগের দুই প্রতীক, মাইলস ও আর্টসেল; প্রথমবারের মতো একই মঞ্চে গান করল সিডনিতে।
‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই ‘মিউজিক ফেস্ট’ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা যেন উপচে পড়ল সেই রাতে। টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই সব শেষ। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই সিডনির দক্ষিণ-পশ্চিম উপশহর লিভারপুলের রাস্তাগুলো ভরে গেল গানের ভক্তে।
আয়োজনের আগে ভিডিও বার্তায় মাইলস জানায় তাদের উচ্ছ্বাস। ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘সিডনি বরাবরই আমাদের কাছে বিশেষ কিছু। সম্ভবত ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়ায় পারফর্ম করি। এরপর এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো সিডনিতে এলাম। এখানকার দর্শকদের ভালোবাসা সব সময়ই অবিশ্বাস্য।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতাম এটি স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা চেয়েছি সবাই একসঙ্গে গাইবে, চিৎকার করবে—ভক্তরা সেটাই করেছেন।’ গিটারিস্ট তুজো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ট্যুর করছি, কিন্তু সিডনির আবহ একেবারেই আলাদা। দর্শকেরা আমাদের রাতটিকে স্মরণীয় করে দিয়েছেন।’
মঞ্চে আর্টসেল