পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবে আর আমরা প্রথমে: বিটিআরসির মহাপরিচালক
Published: 29th, January 2025 GMT
বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ খলিল উর রহমান বলেছেন, “ইন্টারনেট জগতে পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবে পৌছালেও আমরা এখনো প্রথম শিল্প বিপ্লবে পড়ে আছি। তরুণ প্রজন্মকেই এখান থেকে উৎরানোর দায়িত্ব নিতে হবে।”
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে আয়োজিত ১৯তম ‘বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-ঢাকা ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বেশকিছু সেক্টরে আমরা কাজ করছি। যেমন- টিচার্স ইজিএফ, স্টুডেন্ট আইজিএফ, মেডিকেল আইজিএফ, জুডিশিয়াল আইজিএফ প্রভৃতি। আইন করে কিছু হবে না, গাইডলাইন লাগবে; যেটা মেনে সবাই চলবে। ইন্টারনেট অন্যন্য মৌলিক অধিকারের মতোই একটি অধিকার। ইন্টারনেট বন্ধ করার কোন সুযোগ নেই।”
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো.
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ আব্দুল হক অনু।
এছাড়া প্যানেল স্পিকার ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুন রেজা তালুকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম এবং অনলাইনে অস্ট্রেলিয়া থেকে বক্তব্য দেন এপিনিক এর ইন্টারনেট রিসোর্স এনালিস্ট সুবহা শামারুখ।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি
কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ভিত্তিতে বন্ডটির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/রফিক