চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 29th, January 2025 GMT
চট্টগ্রামে বাস মালিকদের বিরোধের জেরে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
জানা গেছে, ঈগল পরিবহনের বাস মালিকদের টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সড়ক অবরোধ করে বাসের চালক ও তার সহকারীরা। এ ঘটনায় সড়কে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখে প্রায়ই এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ সূত্র বলছে, ঈগল পরিবহনের বাস মালিকদের দুইটি গ্রুপ আছে। ভাড়ার টাকা নিয়ে সৃষ্ট কোন্দলের জেরে বাস চালক ও সহকারীরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধ করে দেন। প্রায়ই এক ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শতশত যাত্রী।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই পুলিশের দুটি গাড়ি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা