শুল্ক নিয়ে এবার ট্রাম্পকে হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার তিনি একটি বৈঠকে এ হুমকি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করবেন বলে নির্বাচনের আগে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই হুমকি বাস্তবায়ন করছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি কানাডা ও মেক্সিকোর পণ্যে বসতে ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ‘সময়ের সাথে সাথে বাড়তেও পারে আবার নাও পারে।’
এর প্রতিক্রিয়ায় শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি শুল্ক আরোপের হুমকি কার্যকর করেন, তাহলে কানাডা তাৎক্ষণিকভাবে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
কানাডা-মার্কিন সম্পর্ক সংক্রান্ত একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ট্রুডো বলেন, “যদি প্রেসিডেন্ট কানাডার বিরুদ্ধে কোনো শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেন, তাহলে আমরা এরপ্রতিক্রিয়ার জন্য প্রস্তুত - যা উদ্দেশ্যমূলক, জোরালো কিন্তু যুক্তিসঙ্গত, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমরা এটা চাই না, কিন্তু যদি তিনি অগ্রসর হন, আমরাও পদক্ষেপ নেব।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।