নিজস্ব তত্ত্বাবধানে নাগরিক সেবা চালাবেন ইশরাক
Published: 15th, June 2025 GMT
মেয়রের দায়িত্ব বুঝে না পেলেও নিজস্ব তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথের দাবিতে নগর ভবন চত্বরে বিরতিহীন কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে নগর ভবনের প্রধান ফটকে তালা থাকবে। জরুরি নাগরিক সেবাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যরা কেউ ভবনে ঢুকতে পারবেন না।
ঈদুল আজহার বিরতির পর গতকাল রোববার ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন। তবে মেয়রের শপথ ছাড়া সংস্থার কার্যক্রম তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
ইশরাক বলেন, জন্মনিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য কর্মকর্তারা অফিস করতে পারবেন না। নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তিনি বলেন, রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে আইন অমান্য করেছেন।
এনসিপির সমালোচনা করে ইশরাক বলেন, এনসিপির একটি বিপথগামী ক্ষুদ্র অংশ নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে ভীতি দেখায়। পরে নির্বাচন কমিশন আর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। তারা নির্বাচন কমিশনকে বাইরে থেকে প্রভাবিত করছে। আদালত আর সংবিধানও মানতে চাইছে না। নাগরিক সেবা বন্ধ থাকায় মশার উৎপাত নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক বলেন, মশক নিয়ন্ত্রণকারী বিভাগ, স্বাস্থ্য ও কনজারভেন্সি বিভাগের সঙ্গে নগর ভবনে মঙ্গল ও বুধবার মিটিং করব।
নিজস্ব তত্ত্বাবধানে নাগরিক সেবা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি শেখ ফজলে রেজা সুমন বলেন, ইশরাক আদালতের রায় পেলেও অফিসিয়ালি দায়িত্ব পাননি। তাহলে তিনি কীভাবে সংস্থার কার্যক্রম তদারকি করবেন? এটা এক ধরনের মব জাস্টিসের মতো অবস্থা। বিষয়টি সরকারকেই বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এক মাস ধরে ডিএসসিসির মতো একটি সেবা সংস্থার কার্যক্রম বন্ধ থাকতে পারে না। এ জন্য জনগণের যে ভোগান্তি হচ্ছে, এর দায় কে নেবে?
গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ও বিআইপির সভাপতি ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ইশর ক হ স ন নগর ভবন ইশর ক ব এনপ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে ৪১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগোগামী একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি লন্ডনের কাছে বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা।
অভয় নায়েক ইজিজেট ফ্লাইটে হামলা ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার মতো আচরণ করেছেন। তিনি উড়োজাহাজে বোমা ফাটানোর হুমকি দিয়েছিলেন। তিনি মাঝ আকাশে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দিয়ে চিৎকার করেছিলেন, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অভয় নায়েক স্লোগান দিচ্ছেন, ‘আমেরিকার পতন হোক’, ‘ট্রাম্পের পতন হোক’। এরপরই তিনি ‘আল্লাহু আকবর’ (যার অর্থ ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’) বলে স্লোগান দেন। পরে দুজন ব্যক্তি তাঁকে কাবু করে উড়োজাহাজের মেঝেতে ফেলে দেন।
ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি কোন ধর্মের অনুসারী, সে ব্যাপারে তাৎক্ষিণক কিছু জানা যায়নি।
ওই ব্যক্তির এমন আচরণের পর পাইলটরা বাধ্য হয়ে গ্লাসগোতে জরুরি অবতরণ করেন। সেখানেই স্কটিশ পুলিশ এসে অভয় নায়েককে গ্রেপ্তার করে।
স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘গত রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে গ্লাসগোতে পৌঁছানো ইজিজেটের একটি ফ্লাইটে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমন খবর পেয়ে আমরা সেখানে যাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, ঘটনাটি এককভাবে ওই ব্যক্তির, অন্য কেউ জড়িত নন। যেসব ভিডিও অনলাইনে ছড়িয়েছে, সেগুলো সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা খতিয়ে দেখছেন।’
উড়োজাহাজ অবতরণের পরই অভয় নায়েককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আক্রমণ ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি।
ইজিজেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেপরোয়া আচরণের কারণে একজন যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করছি।’
পাইসলি শেরিফ আদালতে হাজিরার সময় অভয় নায়েক কোনো বক্তব্য দেননি। তাঁকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তাঁকে আবার আদালতে হাজির করা হবে।