ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকার বিরোধী লিফলেট বিতরণসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ নেতাকে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতার নাম ফজলুল হক সরকার (৫৫)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল সদর বাজার থেকে তাকে ধরে একটি বৈদ্যুতিক পিলারে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে আসে। সোমবার রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের আবালধনী বাজারে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফজলুল হক সরকার লিফলেট বিতরণ করেছিলেন বলে জানায় স্থানীয়রা। 

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা আওয়ামী লীগের ওই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ আটক আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

বসতঘরের ঋণ শোধের আগেই চলে গেলেন বাসচালক জুলহাস মিয়া

বছরখানেক আগে মায়ের কেনা একখণ্ড জমিতে নতুন বাড়ি করেন জুলহাস মিয়া (৩০)। এ জন্য তিনটি এনজিও থেকে তিন লাখ ও স্বজনদের কাছ থেকে আরও তিন লাখ টাকা ধার করেন। সেই ঋণ এখনো শোধ হয়নি। এর আগেই ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এই চালকের।

জুলহাসের এমন মৃত্যু শোকের সঙ্গে দুর্ভাবনা হয়ে দাঁড়িয়েছে এসব ঋণ। বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে হাউমাউ করে কেঁদে ওঠেন তাঁর মা সাজেদা আক্তার। আজ মঙ্গলবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমার এই ঋণ এহন কেরা বহন করব গো। আনহেগো (আপনাদের) কাছে বিচার চাই গো।’

আরও পড়ুনভিডিও ফুটেজে দেখা গেল পেট্রল ঢেলে আগুন দিলেন ৩ ব্যক্তি২ ঘণ্টা আগে

জুলহাস মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের আবদুল বারেক ও সাজেদা আক্তার দম্পতির ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া-কেশরগঞ্জ সড়কের ভালুকজান এলাকায় দুর্বৃত্তদের আগুনে তাঁর মৃত্যু হয়। ওই সময় তিনি আলম এশিয়া পরিবহনের একটি বাসে ঘুমিয়ে ছিলেন। বাসটির ভেতরে থাকা যাত্রী মা ও ছেলে ওই সময় দগ্ধ হন। তাঁদের চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে ফসলি জমির মাঝে জুলহাস মিয়ার বাড়ি। কাছে যেতেই মা ও স্বজনদের আহাজারি ভেসে আসতে থাকে। আজ দুপুরে বাড়িটিতে প্রবেশ করে দেখা গেল, ঘরের ভেতরে চিৎকার করে কান্না করছেন তাঁর মা সাজেদা আক্তার ও ছোট বোন ময়না আক্তার। আশপাশের মানুষ ও স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

জুলহাস মিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে মামলা করায় নারী যাত্রাশিল্পীকে মারধর, চুল কেটে নির্যাতন
  • চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
  • ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ
  • বাবার কাছে উচ্ছৃঙ্খল আচরণের নালিশ করায় প্রতিবেশীকে হত্যা
  • ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫
  • ময়মনসিংহে বাবা–মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, মায়ের অবস্থাও গুরুতর
  • ময়মনসিংহে শ্বশুর বাড়িতে জামাতা-নাতী খুন
  • ময়মনসিংহে বাসে আগুন : অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • দিশানের সেঞ্চুরি, সৌম‌্য-তানভির জয়ের নায়ক
  • বসতঘরের ঋণ শোধের আগেই চলে গেলেন বাসচালক জুলহাস মিয়া