কুমিল্লার চৌদ্দগ্রামে হামলায় আহত মো. আতিক নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আতিক চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া আর্দশ গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। সে চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।
অভিযোগ রয়েছে, সোমবার রাতে স্থানীয় নেয়ামত উল্যার নেতৃত্বে ৫-৬ জন আতিককে সোনাকাটিয়া এলাকায় পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আতিককে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। আতিকের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে অভিযুক্তদের বাড়িঘরে হামলার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ বলেন, আতিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর পর কী হয়েছে, জানা নেই তাদের।
আতিকের বাবা আবদুল মান্নান মিয়া বলেন, ‘নেয়ামত উল্যার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।’
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নেয়ামত উল্যা ও হামলায় অংশ নেওয়া লোকজন। যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোয় ডিপ্লোমা কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
এসব কোর্সের মধ্যে কারিগরি বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ ও ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) আনোয়ারুল কবীরের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
যে পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচনভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর আবেদন ফরমে দেওয়া পছন্দক্রম এবং কোটা অনুসরণে (প্রযোজ্য ক্ষেত্রে) প্রথম পর্বে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সিলেবাসকোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হবে ও নম্বর কত তা বিস্তারিত দেওয়া হলো—বাংলা ১০, ইংরেজি ১০, গণিত ২০, বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) ২০, বুদ্ধিমত্তার পরীক্ষা (অ্যাপটিচ্যুড টেস্ট) ১০ নম্বরসহ মোট ৭০ নম্বর। এসএসসি পরীক্ষার জিপিএতে ৩০ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বর। এসএসসি বা সমমানের সিলেবাস থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দরকারি তথ্য২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিপ্লোমা পর্যায়ে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শুধু এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ওপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট