অনেকের ভ্রু হয়তো কুঁচকে গেছে। কিন্তু সত্যি বলতে, এতে অবাক হওয়ার কিছু আছে কি?

বিষয়টা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হয়। ইনফান্তিনো দায়িত্ব নেওয়ার পর ফুটবল ক্যালেন্ডারে ওলট–পালটের ঘটনাও ঘটেছে। যেমন ১ জুলাই নিয়মিত দলবদল উইন্ডো চালু হওয়ার কথা থাকলেও গত জুনে ১০ দিনের বিশেষ উইন্ডো খোলা হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলিয়ে দেওয়ার জন্য এই উইন্ডো—এমন গুঞ্জনও ওঠে তখন। তাহলে ফিফা যে এখন রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত করবে, তাতে আশ্চর্য হওয়ার কী আছে?

কিন্তু ভ্রুকুটি অর্থাৎ প্রশ্নের জায়গা সম্ভবত আছে। আর সেটা যে কেউ তুলতে পারেন স্বয়ং ফিফারই ম্যাচের পতাকায় লেখা ‘ফেয়ার প্লে’ কথাটি টেনে। এটা তো ফিফারই দর্শন, তাই না? সবার সমান প্রাপ্য। কিন্তু রোনালদোর ক্ষেত্রে ফিফা যা করেছে, তাতে কি সেটা নিশ্চিত হলো?

ঘটনাটায় একবার চোখ বোলানো যাক।

১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের দারা ও’শেয়ারকে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২২৬তম ম্যাচে এটা তাঁর প্রথম লাল কার্ড। নিয়মানুযায়ী লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা অবধারিত। সে হিসাবে বাছাইপর্বে পর্তুগালের পরের ম্যাচে (আর্মেনিয়ার বিপক্ষে) খেলতে পারেননি রোনালদো। কোন লাল কার্ডে কত ম্যাচ নিষেধাজ্ঞা হবে, তা ঠিক করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ