পারলেন না নাঈম। মোহাম্মদ নাঈম পারলেন রাইলি রুশোর রেকর্ড ভাঙতে। বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙতে ৬৭ রান দরকার ছিল খুলনা টাইগার্সের ব্যাটসম্যানের। মিরপুরে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ১৯ রান করে আউট হয়েছেন খুলনা ওপেনার। রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর দল শেষ বলে হেরে গিয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। খুলনার শিরোপা-স্বপ্নের মতো নাঈমের রেকর্ড গড়ার স্বপ্নও তাতে উধাও হয়ে গেছে।

তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি খেলা নাঈম শীর্ষ ব্যাটসম্যান হিসেবেই সম্ভবত শেষ করতে যাচ্ছেন এবারের বিপিএল। ৫১১ রান নিয়ে এবারের বিপিএল শেষ করেছেন নাঈম। রাইলি রুশো (২০১৮-১৯ মৌসুমে ৫৫৮) ও নাজমুল হোসেনের (২০২২-২৩ মৌসুমে ৫১৬) পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিপিএলে ৫০০ রান করা নাঈমের নিকট প্রতিদ্বন্দ্বীরা ঝরে পড়েছেন টুর্নামেন্ট থেকে।

ফাইনালে আগে শীর্ষ পাঁচে থাকাদের প্রথম চারজনের দলই বিদায় নিয়েছে। নাঈমের খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকে থাকলেও অন্য তানজিদ হাসান (৪৮৫), এনামুল হক (৩৯২) ও জাকির হাসানের (৩৮৯) দল বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই।
ফাইনাল ওঠাদের মধ্যে শীর্ষ পাঁচে আছেন শুধু চিটাগং কিংসের ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। তবে নাঈমকে পেছনে ফেলতে ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ১২৫ রান করতে হবে ক্লার্ককে।


ক্লার্ক ছাড়া ফাইনালের দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে আছেন বরিশালের তামিম ইকবাল (৩৫৯) ও চিটাগংয়ের শামীম হোসেন (৩৫০)।

আরও পড়ুনমুশফিকের শেষ ওভারে নয়, খুলনা ম্যাচ ফসকেছে হোল্ডারের দুই বলে৫ ঘণ্টা আগেসাত দলের শীর্ষ তিন ব্যাটসম্যান

ফরচুন বরিশাল
৩৫৯, তামিম ইকবাল
৩১৫, ডেভিড ম্যালান
২৮০, তাওহিদ হৃদয়

চিটাগং কিংস
৩৮৭, গ্রাহাম ক্লার্ক
৩৫০, শামীম হোসেন
২৮৫, উসমান খান

খুলনা টাইগার্স
৫১১, মোহাম্মদ নাঈম
৩৫৫, মেহেদী হাসান মিরাজ
৩১৬, মাহিদুল ইসলাম

রংপুর রাইডার্স
৩০৬, সাইফ হাসান
৩০৫, ইফতিখার আহমেদ
২৯৮, খুশদিল শাহ

আরও পড়ুনদৌড়াতে পারবেন না, তবু আলিসের ওপর ভরসা ছিল চিটাগংয়ের১৩ ঘণ্টা আগে

দুর্বার রাজশাহী
৩৯২, এনামুল হক
৩৩৬, ইয়াসির আলী
২৯৩, রায়ান বার্ল

ঢাকা ক্যাপিটালস
৪৮৫, তানজিদ হাসান
৩৬৮, লিটন দাস
২১২, থিসারা পেরেরা

সিলেট স্ট্রাইকার্স
৩৮৯, জাকির হাসান
২৮৬, রনি তালুকদার
২৪১, জাকের আলী

আরও পড়ুনশেষ বলে ৪ মেরে ফাইনালে চিটাগং, খুলনার বিদায়১৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন র র কর ড ব প এল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ