রুশোর রেকর্ড ভাঙা হলো না, নাঈম কি পারবেন শীর্ষে থেকে শেষ করতে
Published: 6th, February 2025 GMT
পারলেন না নাঈম। মোহাম্মদ নাঈম পারলেন রাইলি রুশোর রেকর্ড ভাঙতে। বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙতে ৬৭ রান দরকার ছিল খুলনা টাইগার্সের ব্যাটসম্যানের। মিরপুরে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ১৯ রান করে আউট হয়েছেন খুলনা ওপেনার। রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর দল শেষ বলে হেরে গিয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। খুলনার শিরোপা-স্বপ্নের মতো নাঈমের রেকর্ড গড়ার স্বপ্নও তাতে উধাও হয়ে গেছে।
তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি খেলা নাঈম শীর্ষ ব্যাটসম্যান হিসেবেই সম্ভবত শেষ করতে যাচ্ছেন এবারের বিপিএল। ৫১১ রান নিয়ে এবারের বিপিএল শেষ করেছেন নাঈম। রাইলি রুশো (২০১৮-১৯ মৌসুমে ৫৫৮) ও নাজমুল হোসেনের (২০২২-২৩ মৌসুমে ৫১৬) পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিপিএলে ৫০০ রান করা নাঈমের নিকট প্রতিদ্বন্দ্বীরা ঝরে পড়েছেন টুর্নামেন্ট থেকে।
ফাইনালে আগে শীর্ষ পাঁচে থাকাদের প্রথম চারজনের দলই বিদায় নিয়েছে। নাঈমের খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকে থাকলেও অন্য তানজিদ হাসান (৪৮৫), এনামুল হক (৩৯২) ও জাকির হাসানের (৩৮৯) দল বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই।
ফাইনাল ওঠাদের মধ্যে শীর্ষ পাঁচে আছেন শুধু চিটাগং কিংসের ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। তবে নাঈমকে পেছনে ফেলতে ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ১২৫ রান করতে হবে ক্লার্ককে।
ক্লার্ক ছাড়া ফাইনালের দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে আছেন বরিশালের তামিম ইকবাল (৩৫৯) ও চিটাগংয়ের শামীম হোসেন (৩৫০)।
ফরচুন বরিশাল
৩৫৯, তামিম ইকবাল
৩১৫, ডেভিড ম্যালান
২৮০, তাওহিদ হৃদয়
চিটাগং কিংস
৩৮৭, গ্রাহাম ক্লার্ক
৩৫০, শামীম হোসেন
২৮৫, উসমান খান
খুলনা টাইগার্স
৫১১, মোহাম্মদ নাঈম
৩৫৫, মেহেদী হাসান মিরাজ
৩১৬, মাহিদুল ইসলাম
রংপুর রাইডার্স
৩০৬, সাইফ হাসান
৩০৫, ইফতিখার আহমেদ
২৯৮, খুশদিল শাহ
দুর্বার রাজশাহী
৩৯২, এনামুল হক
৩৩৬, ইয়াসির আলী
২৯৩, রায়ান বার্ল
ঢাকা ক্যাপিটালস
৪৮৫, তানজিদ হাসান
৩৬৮, লিটন দাস
২১২, থিসারা পেরেরা
সিলেট স্ট্রাইকার্স
৩৮৯, জাকির হাসান
২৮৬, রনি তালুকদার
২৪১, জাকের আলী
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন র র কর ড ব প এল
এছাড়াও পড়ুন:
সারা দেশে সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮৮
ঢাকাসহ সারা দেশে বিগত সাত দিনে অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২৮৮ জনকে আটক করা হয়।
আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে।