রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলছেন, তাঁর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অচেতন থাকায় তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘তরুণীর স্বজনদের থানা বা হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

তরুণীকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পথচারী তাঁর নাম বলেন শাহীন আলম ওরফে বাবু।

শাহীন আলম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে উত্তরা জসিমউদ্দীন রোড-সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশের সহযোগিতায় তিনিসহ অন্য পথচারীরা প্রথমে তাঁকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহীন আলম জানান, তরুণীর হাতে ও গলায় গয়না (আংটি ও চেইন) ছিল। তাঁর সঙ্গে ছিল ১৮ হাজার টাকা। তবে তাঁর কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম প্রথম আলোকে বলেন, এই তরুণী সড়ক দুর্ঘটনা বা অন্য কোনোভাবে আহত হয়েছেন কি না, তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউর রশিদ প্রথম আলোকে বলেন, তরুণীর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা লাগতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ